X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
১০ চৈত্র ১৪২৯

সব রেকর্ড গুঁড়িয়ে প্রথম দিনে ‘পাঠান’র আয় ১০৬ কোটি!

বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩, ২১:১৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১২:২১

যেন এমন প্রত্যাবর্তনের অপেক্ষাতেই ছিলো বলিউড। বাদশাহ ফিরলেন আর রুগ্ন ইন্ডাস্ট্রিকে রাতারাতি করে দিলেন চাঙ্গা। বুধবার (২৫ জানুয়ারি) মুক্তির পর হিন্দি সিনেমার সমস্ত রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে ‘পাঠান’। একদিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০৬ কোটি রুপি!

তথ্যটি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ। তিনি জানান, প্রথম দিনের আয়ে ‘পাঠান’ অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

শুধু ভারতের আয়েও নতুন রেকর্ড গড়েছে ‘পাঠান’। বুধবার ভারত থেকে ছবিটি আয় করেছে ৫৭ কোটি রুপি। হিন্দি সিনেমার ইতিহাসে এর আগে কোনও ছবি প্রথম দিনে এতো আয় করতে পারেনি। এর আগে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ছিলো ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র কাছে। সেটি প্রথম দিন ৫৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করেছিলো।

বিশ্বব্যাপী ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল জানান, দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ছবিটির আয় আরও বেশি হতে যাচ্ছে। অংকটা ৬০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। ফলে মাত্র দুই দিনেই শুধু ভারতেই ছবিটি ১০০ কোটির ক্লাবে ঢুকে যাবে।

বলিউডের নিকট অতীতে কোনও সিনেমা নিয়ে এতো আলোচনা, আগ্রহ দেখা যায়নি। শাহরুখ খানের দীর্ঘ চার বছর পর নিজের ছবিতে ফেরা। ভক্তরা তীব্র আকাঙ্খা পুষে রেখেছিলো মনে। সেই সঙ্গে যুক্ত হয়েছে সালমান খানের চমকপ্রদ ক্যামিও। অ্যাকশন-বিনোদনে ভরপুর ছবিটি তাই দর্শকের উন্মাদনা তৈরিতে বিন্দুমাত্র ঘাটতি রাখেনি।

‘পাঠান’র দৃশ্যে শাহরুখ ও সালমান ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের নায়িকা দীপিকা পাড়ুকোন। আর ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম। এছাড়াও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ছবিটির বাজেট প্রায় ২৫০ কোটি রুপি। প্রযোজনায় যশরাজ ফিল্মস।

/কেআই/
সম্পর্কিত
বলিউডে যাচ্ছে টলিউড: সালমান খানের মুখোমুখি জিৎ!
বলিউডে যাচ্ছে টলিউড: সালমান খানের মুখোমুখি জিৎ!
যে কারণে হত্যার হুমকি থেকে মুক্তি পাচ্ছেন না সালমান
যে কারণে হত্যার হুমকি থেকে মুক্তি পাচ্ছেন না সালমান
অস্কার মঞ্চে দীপিকা, আনন্দে আত্মহারা কঙ্গনা!
অস্কার মঞ্চে দীপিকা, আনন্দে আত্মহারা কঙ্গনা!
প্রদর্শকদের ‘পাঠান’ অভিমান, দিলেন হল বন্ধের আলটিমেটাম!
প্রদর্শকদের ‘পাঠান’ অভিমান, দিলেন হল বন্ধের আলটিমেটাম!
বিনোদন বিভাগের সর্বশেষ
বব ডিলানের ফেসবুক পোস্টে ৫১ বছর আগের বাংলাদেশ
বব ডিলানের ফেসবুক পোস্টে ৫১ বছর আগের বাংলাদেশ
কারিনার ইঙ্গিত, ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল আসছে!
কারিনার ইঙ্গিত, ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল আসছে!
শাকিব-পূজা: গত ঈদে সঙ্গী, এই ঈদে প্রতিদ্বন্দ্বী!
শাকিব-পূজা: গত ঈদে সঙ্গী, এই ঈদে প্রতিদ্বন্দ্বী!
২৬ মার্চ রাতে ২৫ মার্চের গল্প
২৬ মার্চ রাতে ২৫ মার্চের গল্প
রাজনীতিক রাঘব চাড্ডার প্রেমে পরিণীতি চোপড়া! 
রাজনীতিক রাঘব চাড্ডার প্রেমে পরিণীতি চোপড়া!