X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
স্মরণে গাজী মাজহারুল আনোয়ার

সুবর্ণা মুস্তাফার ভাষায় ‘গাজী চাচা’ ও বাংলা গানের মানপত্র

বিনোদন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২১

কারও কাছে গাজী ভাই, কারও জন্য গাজী চাচা। তবে সবার কাছেই তিনি সমান প্রিয়, শ্রদ্ধেয়। দীর্ঘ ছয় দশকের গান-সিনে ক্যারিয়ারে তিনি স্নেহের জাল এতোখানি বিস্তৃত করে গেছেন যে, সেই মায়ায় এখনও আবদ্ধ সকলে।
 
বলা হচ্ছে গাজী মাজহারুল আনোয়ারের কথা। গেলো ২২ ফেব্রুয়ারি ছিলো তার জন্মদিন। তিনি নেই, তবে তার সৃষ্টিকর্ম রয়ে গেছে দেশের বিরাট অংশজুড়ে। তার লেখা আটটি অমর গান নতুন আয়োজনে সামনে আসছে ‘আইপিডিসি আমাদের গান’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে।
 
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথম গান হিসেবে ‘তুমি আরেকবার আসিয়া’ প্রকাশ হয়েছে। যেটি গেয়েছেন অনিমেষ রায়, সংগীতায়োজনে ইমন সাহা।
 
স্বামী-নির্মাতা বদরুল আনাম সৌদকে নিয়ে এই গানের প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন নন্দিত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে চমৎকার কিছু কথা বলেছেন তিনি। সেগুলো ছিলো এরকম, “যদি এমন একটা দিন আসে, ইংরেজি সাহিত্যের কোনও বই আর নেই, চার্লস ডিকেনসের বই ছাড়া। তখন যদি শুধু তার ‘ডেভিড কপারফিল্ড’ উপন্যাসটি পড়া হয়, তাতেও বোঝা যাবে ইংরেজি সাহিত্য কতটা উঁচুতে পৌঁছেছিলো।”

অনুষ্ঠান মঞ্চে অতিথিরা সেই কথার রেশ ধরে সুবর্ণা মুস্তাফা বোঝালেন বাংলা গানের মানপত্র, “ধরা যাক কোনও কারণে বাংলাদেশের কোনও গান খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু গাজী মাজহারুল আনোয়ারের গানগুলো পাওয়া যাচ্ছে। তখনও বোঝা যাবে বাংলা গান কত সমৃদ্ধ ছিলো। ধরা যাক, গাজী চাচার অন্য কোনও গান খুঁজে পাওয়া যাচ্ছে না; শুধু একটি গান পাওয়া যাচ্ছে, সেটা হলো ‘জয় বাংলা বাংলার জয়’; যে গানটি তাকে একুশে পদক এনে দিয়েছে, স্বাধীনতা পদক এনে দিয়েছে, সেই গানটিই প্রমাণ করে দেবে যে বাংলা গান, বাংলা আধুনিক গান, দেশপ্রেমের গান কোথায় পৌঁছেছে।”

মাইক্রোফোন ছাড়ার আগে গাজী মাজহারুল আনোয়ারের জন্য দোয়া প্রার্থনা করেন সুবর্ণা মুস্তাফা।

/কেআই/এমএম/
সম্পর্কিত
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
ক্ষমা করে দিয়েন জাকী ভাই: সুবর্ণা মুস্তাফা
ক্ষমা করে দিয়েন জাকী ভাই: সুবর্ণা মুস্তাফা
দুই সংগীত কিংবদন্তির আসা-যাওয়ার দিন
দুই সংগীত কিংবদন্তির আসা-যাওয়ার দিন
চোখে জল, মুখে প্রশংসা
চোখে জল, মুখে প্রশংসা
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার