X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

মেলায় গাজী মাজহারুল আনোয়ারের নতুন বই

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৯

প্রকাশিত হলো কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার রচিত গান-গ্রন্থ ‘অল্প কথার গল্প গান’-এর পঞ্চম খণ্ড।

২৪ ফেব্রুয়ারি (সোমবার) ভাষাচিত্র প্রকাশনীর ১৭ নম্বর প্যাভিলিয়নে বিকেল ৪টায় ‘অল্প কথার গল্প গান’-এর পঞ্চম খন্ড প্রকাশিত হয়। এতে রয়েছে ৫০টি গানের পেছনের গল্প ও ২০০ গানের লিরিকস।

এদিন বইটির মোড়ক উন্মোচন করা হয়। গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী, তাদের দুই সন্তান সরফরাজ আনোয়ার উপল ও দিঠি আনোয়ার বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এর আগে ২০২১ সালে গাজী মাজহারুল আনোয়ারের ৭৮তম জন্মদিনে ‘অল্প কথার গল্প গান’ বইয়ের প্রথম খণ্ড প্রকাশের পর কলকাতার বইমেলায় প্রকাশ পায় দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। চতুর্থ খণ্ড গত বছর একুশের বইমেলায় প্রকাশিত হয়। 

এ বিষয়ে দিঠি আনোয়ার বলেন, ‘অল্প কথার গল্প গান’ বইয়ের সঙ্গে অনেক স্মৃতি জড়িত। প্রথম খণ্ড প্রকাশের সময় আব্বু বেঁচে ছিলেন। বেশ ঘটা করেই এর মোড়ক উন্মোচন করেছিলাম আমরা। আশা করছি, পঞ্চম খণ্ডের এ বইটির মাধ্যমে আব্বুর অনেক গানের অজানা কথা পাঠক জানতে পারবেন।’   

গাজী মাজহারুল আনোয়ার ৬০ বছরের সংগীতজীবনে ২০ হাজারের বেশি গান লিখেছেন। বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় তার লেখা গান আছে ৩টি।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। 

/সিবি/
সম্পর্কিত
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
দুই সংগীত কিংবদন্তির আসা-যাওয়ার দিন
দুই সংগীত কিংবদন্তির আসা-যাওয়ার দিন
৮ শিল্পীর কণ্ঠে সেই ঐতিহাসিক গান (ভিডিও)
৮ শিল্পীর কণ্ঠে সেই ঐতিহাসিক গান (ভিডিও)
সুবর্ণা মুস্তাফার ভাষায় ‘গাজী চাচা’ ও বাংলা গানের মানপত্র
স্মরণে গাজী মাজহারুল আনোয়ারসুবর্ণা মুস্তাফার ভাষায় ‘গাজী চাচা’ ও বাংলা গানের মানপত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে