X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

অভিযোগ প্রসঙ্গে নির্মাতা ফাখরুল: আমরা তো গোপনে সিনেমাটা বানাইনি

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৮:০১আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৯:২২

স্বাধীনতার মাসের প্রথম সপ্তাহে (৩ মার্চ) মুক্তি পায় ফাখরুল আরেফিন খান নির্মিত সিনেমা ‘জেকে ১৯৭১’। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের সাহায্যার্থে এক ফরাসী যুবকের বীরত্বের গল্প উঠে এসেছে এতে। তিনি পাকিস্তানের একটি বিমান ছিনতাই করেছিলেন এ দেশের জন্য। স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও ওই ঘটনাটি নতুন প্রজন্মের আড়ালেই ছিলো। তবে ফাখরুলের ছবিটির সুবাদে তা সবার নজরে এলো।

এদিকে শনিবার (১১ মার্চ) রাতে অমিত মল্লিক নামের এক সংগীতশিল্পী ও নির্মাতা অভিযোগ তুলেছেন, তিনিই এই বিমান ছিনতাইয়ের ওপর প্রথম সিনেমার পদক্ষেপ নিয়েছিলেন। তার আইডিয়া থেকেই ছবি বানিয়েছেন ফাখরুল। এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বিস্তারিত বলেছেন তিনি

অভিযুক্ত পক্ষ অর্থাৎ ফাখরুল আরেফিন খানের সঙ্গেও যোগাযোগ করে বাংলা ট্রিবিউন। তার দাবি, তিনি অমিত মল্লিককে সেভাবে চেনেনই না। তাছাড়া এতদিন পর এসে এমন অভিযোগকে ‘প্ররোচিত’ বলেও মনে করছেন তিনি।

ফাখরুল আরেফিন খান বলেন, ‘এই ভদ্রলোককে আমি চিনিই না। তিনি হয়ত একদিন আমার অফিসে এসেছিলেন। চিত্রনাট্য নিয়ে আমার কাছে তো অনেকেই আসে। তাদেরকে আমরা চিত্রনাট্য রেখে যেতে বা ইমেইল করতে বলি, তিনিও হয়ত করেছেন। কিন্তু আমরা সেটা খুলেও দেখিনি। একটা জিনিস ঠিক, তিনি আমাদের আগে হয়ত সিনেমাটা নিয়ে ভেবেছেন। আমরা ২০১৫ সালে সিনেমাটি নিয়ে ভেবেছিলাম, কিন্তু করিনি। ২০২০-এ অবশেষে কাজে হাত দিলাম।’

অভিযোগের বিষয়ে ফাখরুলের স্পষ্ট বক্তব্য, ‘তিনি যে এই প্রশ্ন করছেন, আমরা তো গোপনে সিনেমা বানাইনি। ২০২০ সালেই আমরা ঘোষণা দিলাম, এরপরের বছর ঘটনাটির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করলাম, শুটিংয়ের স্থিরচিত্র শেয়ার করলাম। বিভিন্ন গণমাধ্যমে সেসব নিয়ে নিউজ হয়েছে, পরবর্তীতে টিজার, ট্রেলার, সেন্সরের খবরও প্রকাশিত হয়েছে। সেগুলো কি তিনি দেখেননি?’

অমিত মল্লিক কি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন? এমন প্রশ্নের জবাবে ফাখরুল আরেফিন খান বলেন, ‘আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেনি কেউই। আমার তো দুঃখ লাগছে যে, শুনলাম মানুষটা ভদ্রলোক। তিনি নাকি নাট্যচর্চা করেন। আমার কাছে মনে হয়, একজন ভদ্র মানুষের উচিত কোনও অভিযোগ বা দাবি করার আগে যোগাযোগ করা, কথা বলা। দরকার হলে আমার সঙ্গে কথা বলে রেকর্ড করতে পারতো। সবচেয়ে বড় কথা, তার তো কপিরাইট করা আছে। তিনি তো আমার নামে মামলা করতে পারতেন। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সব্যসাচী চক্রবর্তী (জেকে ১৯৭১ ছবির অভিনেতা) এসে উদ্বোধনী প্রদর্শনী করে গেলেন, সবাই নড়েচড়ে বসলো ছবিটা নিয়ে। পুরস্কার পেলো। উনি কি তখনও ঘুমাচ্ছিলেন? তিনি উৎসব কর্তৃপক্ষের কাছে কিংবা সেন্সরে একটা চিঠি লিখে দিলেও তো হতো।’

অমিত মল্লিকের অভিযোগ সম্বলিত পোস্ট ‘জেকে ১৯৭১’কে তার এবং মাসুম রেজার (ছবির চিত্রনাট্যকার) চিন্তাপ্রসূত কাজ দাবি করে ফাখরুল আরও বলেন, ‘আমি ও মাসুম রেজা ওনার চেয়ে কম মেধাসম্পন্ন হতে পারি, কিন্তু আমরা দুজনেই কি মেধাহীন? আমাদেরকে ওনার প্লট কপি করেই লিখতে হবে! এটা আমার কাছে অদ্ভুত লাগলো। আমি দোয়া করি, আল্লাহ ওনার সিনেমা কবুল করুক এবং আমাদের চেয়ে আরও ভালো সিনেমা উনি বানাক। কিন্তু এমন তো না যে, ওনার প্লট নিয়ে আমরা লিখেছি। তার চিত্রনাট্য শুরু হয়েছে বাংলাদেশের তিনটা ছেলের মুক্তিযুদ্ধে যাওয়ার ঘটনা নিয়ে। আর আমাদের চিত্রনাট্যে তো এক মিনিটের জন্য বিমানবন্দরের বাইরেও যাইনি। আমি তো ফ্রান্স থেকে বাংলাদেশেই আসিনি।’

অমিত মল্লিক তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, এটি তার ব্রেন চাইল্ড বা মস্তিষ্কপ্রসূত গল্প। কিন্তু ফাখরুলের পাল্টা প্রশ্ন, ‘একটা বাস্তব ঘটনা বা ইতিহাস কীভাবে একজনের ব্রেন চাইল্ড হয়?’ 

সবশেষে ফাখরুল জানান, তিনি এ বিষয়ে কোনও আইনি পদক্ষেপ নেবেন না। তার ভাষ্য, ‘তিনি তো গত তিন বছরে অনেক সুযোগ পেয়েছেন। ছবিটা আটকাতে পারতেন, প্রমাণ করতে পারলে আমি সিনেমা মুক্তিই তো দিতে পারতাম না। এখন আমার আইনজীবী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে। কিন্তু আমি সে পথে যাচ্ছি না। যদ্দুর জানলাম, তিনি ভদ্রলোক। হয়ত কারও প্ররোচনায় লিখে ফেলেছেন।’

উল্লেখ্য, ‘জেকে ১৯৭১’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সৌরভ শুভ্র দাশ। এছাড়াও আছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।

/এমএম/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’!
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’!
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ