X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

রণবীর-শ্রদ্ধার প্রথম ছবি: বাজেট ও আয়ের হিসাব

বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৩:৫৩আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৪:০০

একই পরিবারের সদস্য না হলেও দুজনের নামের সঙ্গেই আছে ‘কাপুর’। বলিউডে একজনের দেড় দশকের ক্যারিয়ার, অন্যজন পেরিয়েছেন এক যুগ। এই লম্বা সময়ে প্রথমবার তারা জুটিবদ্ধ হলেন। সেই ছবি মুক্তি পেয়েছে গত ৮ মার্চ। ছবিটির নাম ‘তু ঝুটি ম্যায় মাক্কার’।

নাম শুনে সিনেপ্রেমীদের বুঝতে কষ্ট হবে না, রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের কথাই বলা হচ্ছে। এই তারকাদ্বয়ের প্রথম জুটিবদ্ধ সিনেমা মুক্তির পর ছয়দিন পেরিয়ে গেছে। কেমন আয় করছে, ছবিটির বাজেট কত, সেই বাজেট তুলে এটি লাভের ঘরে ঢুকতে পারবে কিনা, সেসব হিসাব জেনে নেওয়া যাক।

পিঙ্কভিলার এক রিপোর্ট থেকে জানা গেলো, ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবির বাজেট প্রায় ২০০ কোটি রুপি। এর মধ্যে ছবির মূল বাজেট ১৭৫ কোটি রুপি। তবে আরও ২০ কোটি রুপি অতিরিক্ত ব্যয় হয়েছে স্পেনে শুটিং করতে গিয়ে।

রোম্যান্টিক-কমেডি ধাঁচের সিনেমার জন্য এই বাজেট নিঃসন্দেহে অনেক বড়। তবে ইতোমধ্যে ছবিটি সেই ঝুঁকি অনেকটা পেরিয়ে এসেছে। কারণ বিভিন্ন রাইটস বিক্রি করে ছবিটির মোটা অংকের আয় হয়েছে। এর পাশাপাশি ভারত থেকে ১২৫ কোটি রুপির মতো আয় করলেই এটি সফল তালিকায় ঢুকে পড়বে।

ছবির দৃশ্যে রণবীর ও শ্রদ্ধা বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানালেন, ১৩ মার্চ পর্যন্ত ছয় দিনে ভারতে এই ছবির আয় ৭৬ কোটি ২৯ লাখ রুপি। আগামী সপ্তাহের মধ্যেই এটি ১০০ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সে হিসেবে লাইফটাইম কালেকশনে ছবিটি ফ্লপ থেকে উতরে যেতে পারে।

উল্লেখ্য, ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ নির্মাণ করেছেন লাভ রঞ্জন। এতে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে আরও আছেন বনি কাপুর, ডিম্পল কাপাড়িয়া, অনুভব সিং বাসি প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে হাজির হয়েছেন কার্তিক আরিয়ান ও নুসরাত ভারুচা।

/কেআই/
সম্পর্কিত
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েলের আপডেট জানালেন রণবীর
‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েলের আপডেট জানালেন রণবীর
আসবে কি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল
আসবে কি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল
রাম আমার স্বপ্নের চরিত্র: রণবীর 
রাম আমার স্বপ্নের চরিত্র: রণবীর 
বিনোদন বিভাগের সর্বশেষ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক
প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
কানে ট্রাম্পকে একহাত নিলেন রবার্ট ডি নিরো
কানে ট্রাম্পকে একহাত নিলেন রবার্ট ডি নিরো
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম