X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েলের আপডেট জানালেন রণবীর

বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১৪:৫৫আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৫:০৯

রণবীর কাপুর ও আলিয়া ভাটকে নিয়ে অয়ন মুখার্জি নির্মাণ করেছিলেন ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমা দিয়েই পর্দায় প্রথম জুটিবেধে হাজির হন রণবীর-আলিয়া দম্পতি। দর্শক ভীষণ পছন্দ করেছিলেন সিনেমাটি।

নির্মাতা আগেই ঘোষণা দিয়েছিলেন যে, এই সিনেমাটি হবে মোট তিনটি পর্বে। এবার দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘ব্রাহ্মাস্ত্র ২’ বানানোর পরিকল্পনা করছেন অয়ন। খবরটি জানিয়েছেন খোদ রণবীর কাপুর।

অয়ন এখন ব্যস্ত হৃতিক রোশন, কিয়ারা আদভানি অভিনীত ‘ওয়ার ২’ সিনেমার কাজ নিয়ে। এটি শেষ হলেই ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমার প্রি-প্রোডাকশন শুরু হবে বলে জানিয়েছেন রণবীর। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীর কাপুর ও আলিয়া ভাট রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ ২০২২ সালে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছিলো। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মহাকাব্যিক কাহিনীর পরবর্তী ঘটনা সম্পর্কে জানতে। তাদের সেই আকাঙ্খা যেনো আরও খানিকটা বেড়ে গেলো রণবীর কাপুরের কথায়।  

মুম্বাইতে সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর এবং আলিয়া ভাট সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেতা ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমার আপডেট দিয়েছেন।  

তিনি বলেন, “অয়নের অনেকদিনের স্বপ্ন ‘ব্রহ্মাস্ত্র’র পুরো গল্প দর্শকের সামনে আনবেন। আপনারা জানেন, তিনি বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাটি মুক্তি পাওয়ার পরই ‘ব্রহ্মাস্ত্র ২’-এর প্রি-প্রোডাকশন শুরু করবেন অয়ন।’ ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীর কাপুর, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চন বলা দরকার, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিব’ ভারতীয় পৌরাণিক কাহিনী দ্বারা অনুপ্রাণিত। একজন অনন্য ক্ষমতা সম্পন্ন যুবক যিনি গভীর মহাজাগতিক রহস্য এবং তার আসল উদ্দেশ্য খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেন।

উল্লেখ্য, রণবীর ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুনসহ অনেকে।

সূত্র: পিংকভিলা   

/সিবি/
সম্পর্কিত
‘হাইওয়ে’ সিনেমায় কেন অভিনয় করতে চাননি আলিয়া?  
‘হাইওয়ে’ সিনেমায় কেন অভিনয় করতে চাননি আলিয়া?  
আসবে কি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল
আসবে কি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল
আল্লু অর্জুনের ভক্ত অমিতাভ!
আল্লু অর্জুনের ভক্ত অমিতাভ!
রাম আমার স্বপ্নের চরিত্র: রণবীর 
রাম আমার স্বপ্নের চরিত্র: রণবীর 
বিনোদন বিভাগের সর্বশেষ
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
‘দাগি’র প্রথম গানে নিশো–তমার প্রেমের গল্প
‘দাগি’র প্রথম গানে নিশো–তমার প্রেমের গল্প
পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’
পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!