X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘পোড়া’ কাপড় কিনে ‘বঙ্গবাজার’র পাশে তারা

বিনোদন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ১৯:২২আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৯:৩১

দুদিন আগেও যে বঙ্গবাজার ছিল পণ্য-ক্রেতা-বিক্রেতায় জমজমাট, আজ সেখানে শুধুই বিষাদের কালো ছায়া। ভয়াবহতম অগ্নিকাণ্ডে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাজারটি। হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সেই সঙ্গে পুড়ে গেছে লাখো মানুষের ঈদ-আনন্দের স্বপ্নও।

এমন দুঃসময়ে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তারকারা। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের মাধ্যমে মোটা অংকের আর্থিক সহায়তা দিচ্ছেন তারা। যেটার শুরুটা হয়েছে সংগীত তারকা তাহসানের মাধ্যমে। বুধবার (৫ এপ্রিল) তিনি ১ লাখ টাকায় একটি লুঙ্গি কিনেছেন। যে অর্থ পৌঁছে দেওয়া হবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে।

বঙ্গবাজারের লুঙ্গি হাতে তাহসান এরপর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, শবনম বুবলীও মোটা অংকে বিদ্যানন্দের কাছ থেকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ পোশাক ক্রয় করেছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ তালিকায় যুক্ত হলো ছোট পর্দার তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরের নাম। একটি পোড়া জিন্স কিনেছেন অপূর্ব, আর সাবিলা নিয়েছেন একটি শাড়ি। দুজনেই দিয়েছেন এক লাখ টাকা করে। বিদ্যানন্দের সোশ্যাল হ্যান্ডেলে ছবিসমেত এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিষয়টি নিয়ে অপূর্ব বলেন, ‘বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তাতে আসলে আমরা সবাই মর্মাহত। সামনেই ঈদ, এমন মুহূর্তে এটা আসলে মেনে নেওয়াও কঠিন তাদের জন্য। ঈদ মানে তো আনন্দ আর এই আনন্দের দিনে কারও যেন মন খারাপ না হয়, সেজন্য ক্ষুদ্র একটা অর্থায়নের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।’

অন্যদিকে সামর্থ্যবানদের প্রতি সাবিলা নূরের আহ্বান, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারাও করুন। আপনার, আমার সাহায্যে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে।’

এদিকে চিত্রনায়ক ফেরদৌস আহমেদও বিদ্যানন্দের কাছ থেকে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থ পোশাক কিনেছেন। সে ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে নায়ক লিখেছেন, ‘একটি কাপড় কিনে আপনি বঙ্গবাজারের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। বিদ্যানন্দকে ধন্যবাদ।’

একই বার্তা দিয়েছেন নায়িকা নিপুণ আক্তারও। তিনিও পোশাক কিনে ফেরদৌসের মতো হুবহু ক্যাপশন জুড়ে দিয়েছেন ছবির সঙ্গে।

বলা জরুরি, আগুনে কিছুটা পুড়ে যাওয়া বা ক্ষতিগ্রস্থ হওয়া পোশাকগুলো সংগ্রহ করেছে বিদ্যানন্দ। সেগুলোই তারা বিক্রি করছেন সামর্থ্যবান মানুষ ও তারকাদের কাছে। বিক্রির অর্থ প্রশাসনের মাধ্যমে বঙ্গবাজারের অসহায় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

/কেআই/
সম্পর্কিত
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু