X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

এই গরমে শীতলতা ছড়াবে আরিয়ানের সিনেমা!

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ১৫:৩৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৩:৪৭

শীতের আরাম পেরিয়ে শহরে এখন অনেক রোদ, পড়ছে গলা শুকানো গরম। এমনই সময় মিজানুর রহমান আরিয়ান খবর পাঠালেন, ‌‘শহরে অনেক রোদ’ নামের একটি সিনেমার খবর।

যেটাকে তিনি বলছেন ‘ফ্ল্যাশ ফিল্ম’। মানে দৈর্ঘ্যে নাটকের চেয়ে বড় আর সিনেমার চেয়ে ছোট। সেই সিনেমাটি এই ঈদে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। ঈদে মানে, একেবারে ঈদের দিন থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন ছবিটি।

কিন্তু প্রশ্ন এলো, তবে কি চলমান তাপদাহ নিয়েই সিনেমা বানিয়ে ফেললেন ‘নেটওয়ার্কের বাইরে’-খ্যাত এই নির্মাতা! জবাবে জিভে দাঁত কাটলেন। বললেন, ‘একদমই না। এই ছবি চলমান অসহ্য গরম নিয়ে নয়। বরং আমি বোঝাতে চেয়েছি শীতের সকালে মিষ্টি রোদের কথা। যে রোদ আমাদের আরাম ও স্বস্তি দেয়। এই গল্পটা অনেকটা তেমই। যেটা দেখে দর্শকরা শীতসকালের রোদ অনুভব করবেন।’ 

‘শহরে অনেক রোদ’-এ অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া, নাদের চৌধুরী প্রমুখ। 

সাবিলা ও বাসার ছবির গল্পটা অনেকটা এমন, এই শহরে অনিকের থাকার বলতে যা আছে তা হলো খালা ও খালু। নিঃসন্তান এই দম্পতির কাছে অনিক যেন তাদের ছেলের মতোই। কিন্তু অতি ভালোবাসা যে মাঝে-মাঝে অত্যাচার হয়ে যায়, তা নিত্যই টের পায় অনিক। বিশেষত খালা বাসায় ডেকে নিয়মিতই বিভিন্ন মেয়ে দেখাতে থাকে তাকে। কিন্তু অনিকের বিয়েতে অনীহা। কারণ মনে মতো মেয়েই যে খুঁজে পাচ্ছে না সে!

অবশেষে অনিকের যখন একজনকে পছন্দ হয়, তখনই লেগে যায় মহাপ্যাঁচ। একদিকে খালা-খালুর দাম্পত্য জীবনে নেমে আসে আজব দুর্ঘটনা, অন্যদিকে অনিক বুঝে নেয় কিছু প্রেম কখনোই পায় না পরিণতি!

নির্মাতা আরিয়ানের বিশ্বাস, গ্রীষ্মের এই তাপদাহে মিষ্টি প্রেমের দুষ্টুমিতে ভরা সিনেমাটি একটু হলেও শীতলতা ছড়াবে দর্শক-মনে।

/এমএম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা