X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১
৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

সুন্দর সাংস্কৃতিক আগামী গড়ার সংগ্রামে লড়াই করে চলেছি: আমিনা আহমেদ

বিনোদন রিপোর্ট
০৫ মে ২০২৩, ১৩:২১আপডেট : ০৫ মে ২০২৩, ১৭:৫৫

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন (২৫ বৈশাখ) উপলক্ষে ৩৪তম উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এবারের উৎসবে সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হবে প্রখ্যাত বাদক ও শিল্পী এনামুল কবীর এবং রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলামকে।

শুক্রবার (৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ। এ সময় সরাসরি উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া, মুক্তিযোদ্ধা ও নন্দিত শিল্পী রফিকুল আলমসহ সংস্থার সদস্যরা। দেশে না থাকলেও এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন সংস্থার সভাপতি তপন মাহমুদ। এনামুল কবীর ও লিলি ইসলাম

আমিনা আহমেদ বলেন, ‘শুদ্ধ সংস্কৃতির বিকাশের পথে নানাবিধ প্রতিবন্ধকতা যেন আমাদের বারবার রবীন্দ্রনাথের কাছে নিয়ে যায়। রবিঠাকুর প্রতিক্ষণ আমাদের জাতীয় ও প্রাত্যহিক বাঙালি জীবনের জন্য প্রাসঙ্গিক। আমরা সুস্থ সংগীত বিকাশে আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমাদের বংশধরদের জন্য একটি সংকীর্ণতামুক্ত সংস্কৃতি রেখে যেতে চাই। সুন্দর সাংস্কৃতিক আগামী গড়ার সংগ্রামে লড়াই করে চলেছি। আমরা দীর্ঘ ৩৫ বছর ধরে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এবারের উৎসব। যেখানে আমরা সম্মানিত করতে চাই বাংলা সংগীত বিকাশে কাজ করা দুজন গুণী মানুষকে। তারা হলেন প্রখ্যাত গিটার বাদক এনামুল কবীর ও রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম। আমরা প্রত্যাশা করি আপনারা এই উৎসবের সঙ্গে থাকবেন।’    

বক্তব্য রাখছেন আমিনা আহমেদ, বামে রফিকুল আলম ও ডানে পীযূষ বড়ুয়া সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া জানান, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার উদ্যোগে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে (সেগুনবাগিচা) আগামী ১২-১৩ মে (শুক্র-শনিবার) ২ দিনের ‘৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’ হবে। এতে দুই গুণী শিল্পীকে সম্মাননা দেওয়ার পাশাপাশি থাকবে রবীন্দ্রনাথের গান ও কবিতাকে ঘিরে নানা আয়োজন।

‘করিসনে লাজ, করিসনে ভয়, আপনাকে তুই করে নে জয়.. ’- রবীন্দ্রনাথের এই অমিয় বাণীকে সামনে নিয়ে এবারের উৎসবের উদ্বোধন হবে ১২ মে সকাল ১০টায়। উদ্বোধন করবেন জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। সকালে উদ্বোধনী আয়োজন শেষে একই দিন বিকাল ৫টায় বসবে সাংস্কৃতিক পসরা। এরপর শনিবার (১৩ মে) বিকাল ৫টা থেকে শুরু হবে উৎসবের সমাপনী আয়োজন। সংস্থার অন্যতম সদস্যরা

ছবি: সাজ্জাদ হোসেন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
‘নিষ্ঠা ও প্রেরণার বাতিঘর কাজী শাহেদ আহমেদ’
স্মরণসভায় বক্তারা‘নিষ্ঠা ও প্রেরণার বাতিঘর কাজী শাহেদ আহমেদ’
একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন দেখতেন কাজী শাহেদ আহমেদ
একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন দেখতেন কাজী শাহেদ আহমেদ
মুগ্ধতার রেশ ছড়িয়ে শেষ হলো জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব
মুগ্ধতার রেশ ছড়িয়ে শেষ হলো জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব
বিনোদন বিভাগের সর্বশেষ
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু