X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

মাহফুজ-বুবলীকে নিয়ে সুবর্ণা মুস্তাফার বার্তা

বিনোদন রিপোর্ট
২৪ জুন ২০২৩, ১২:৩৫আপডেট : ২৮ জুন ২০২৩, ১২:২৫

সুবর্ণা মুস্তাফা, প্রথমত শিল্পের মানুষ, এরপর রাজনীতির। তাই সংসদে দাঁড়িয়ে যেমন দেশ-মানুষের স্বার্থে কথা বলেন, তেমনি সিনেমা-নাটক এসব প্রসঙ্গেও রাখেন খোঁজ-খবর। সময়-সুযোগ-পছন্দের সমন্বয় ঘটলে ক্যামেরার সামনেও দাঁড়ান।

এর বাইরে মাঝেমধ্যে অন্যদের নতুন ছবি নিয়েও ইতিবাচক বার্তা দেন সুবর্ণা মুস্তাফা। যেমনটা করলেন শুক্রবার (২৩ জুন), মুক্তি প্রতীক্ষিত ‘প্রহেলিকা’র জন্য। চয়নিকা চৌধুরী নির্মিত এই ছবি নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। যেখানে ছবিটি নিয়ে নিজের ভালোলাগা ও প্রত্যাশার কথা জানিয়েছেন নন্দিত এই তারকা।

সুবর্ণা মুস্তাফা বললেন, ‘এই ছবির কুশলী, শিল্পী সবার জন্য অনেক শুভকামনা। ছবিটির একটা বিশেষ ব্যাপার আছে আমার কাছে, আমার খুব প্রিয় একজন মানুষের বড় পর্দায় ফের আগমন হচ্ছে; মাহফুজ আহমেদ। আমি ছবির যা ক্লিপস দেখেছি, গান দেখেছি, মাহফুজের লুক খুব ব্যতিক্রম। আমরা যে মাহফুজ আহমেদের সঙ্গে পরিচিত, তার থেকে অনেক দূরে সরে গিয়ে একটি চরিত্র। এতে আমার কৌতূহল বেড়েছে। আমি অবশ্যই এই ছবিটি বড় পর্দায় দেখবো।’

‘প্রহেলিকা’র দৃশ্যে বুবলী ও মাহফুজ আহমেদ বুবলীকে নিয়েও প্রশংসা করলেন সুবর্ণা মুস্তাফা। তার ভাষ্য, ‘এই ছবিতে এখনকার সময়ের খুব নামকরা অভিনেত্রী বুবলী আছে। বুবলীরও যে মেকআপ, গেটআপ দেখলাম, বা যতটুকু অভিনয় দেখলাম, সচরাচর আমরা বুবলীকে যেভাবে দেখি, তার থেকে খুব ভিন্নভাবে তাকে নির্মাতা উপস্থাপন করেছে। এবং মাহফুজ-বুবলীকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে।’

সবশেষে ‘প্রহেলিকা’ নিয়ে আশাবাদ ব্যাক্ত করে সুবর্ণা মুস্তাফা বলেন, “গান, গানের চিত্রায়ন খুবই দৃষ্টিনন্দন। আশা করছি পুরো ছবিটি এরকম ভালো হবে। ‘প্রহেলিকা’র জন্য শুভকামনা। যেহেতু ঈদের ছবি, আশা দর্শক হলে গিয়ে দেখবে।”

উল্লেখ্য, ‘প্রহেলিকা’য় মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান প্রমুখ। রঙ্গন মিউজিক প্রযোজিত ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে।   

/কেআই/
সম্পর্কিত
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
বিনোদন বিভাগের সর্বশেষ
আরব কনসার্টে রকস্টার জেমস
আরব কনসার্টে রকস্টার জেমস
চঞ্চল-শাকিবের পর নিশোর নায়িকা!
চঞ্চল-শাকিবের পর নিশোর নায়িকা!
‘মামলা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ দরকার’
‘মামলা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ দরকার’
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
কান উৎসব ২০২৫প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!