X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মূল কণ্ঠে সৌম্য, কোরাস লাইনে অর্ণব! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ১১:৫৭আপডেট : ২৮ জুন ২০২৩, ১২:২৬

এটাই সম্ভবত যৌথ উদ্যোগের মূল সৌন্দর্য। যেখানে ভালো পরিবেশনার তাগিদে একই বৃত্তে থেকে বিন্দুতে মিশে যায় প্রত্যেকে। সবার লক্ষ্য থাকে দারুণ কিছু উপহার দেওয়া। তারই প্রতিচ্ছবি-ধ্বনি প্রায়শই মেলে কোক স্টুডিও বাংলার সেটে। এবার সেটি আরও সুন্দর আবহে ধরা দিলো ‘দেওয়ানা’তে।

শনিবার (২৪ জুন) রাতে প্রকাশ হয়েছে দ্বিতীয় সিজনের ৮ নম্বর গানটি। অনুষ্ঠানটির মূল সংগীত প্রযোজক অর্ণব হলেও এই গানটির সংগীত প্রযোজনা ফুয়াদ আলমুক্তাদিরের। যা ঈদের বিশেষ উপহার হিসেবে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ফুয়াদের সংগীতায়োজনে গানটিতে মূলত কণ্ঠ দিয়েছেন তরুণশিল্পী সৌম্য মুর্শিদাবাদী নামে খ্যাত সৌম্যদীপ শিকদার। তার সাথে আছেন তাশফি, সূচনা শেলী, বগা তালেব প্রমুখ।

মোহাম্মাদ আব্দুল গণি ওরফে গণি পাগলের লেখা এই গানটির নতুন সংগীতায়োজন শ্রোতাদের মুগ্ধ করতে, তাতে কোনও সন্দেহ নেই। তবে দর্শকরা গানটির কোরাস লাইনে একতারা হাতে অর্ণবকে দেখে বিস্মিত হতে পারেন। কারণ, সাধারণত কোরাসে অংশ নেন অপেক্ষাকৃত তরুণ বা অপরিচিত শিল্পীরা। সেখানে এই গানে অর্ণবকে সস্ত্রীক দেখা মিলেছে কোরাস শিল্পীর ভূমিকায়। 

এদিকে ‘দেওয়ানা’ গানটির মাধ্যমে নিজের সিগনেচার স্টাইলে বাংলা কাওয়ালি সংগীতে নতুন মাত্রা যোগ করলেন ফুয়াদ আলমুক্তাদির। সৌম্য মুর্শিদাবাদীর সুরেলা গজলের মতো কণ্ঠের সাথে যুক্ত হয়েছে তাশফি ও সূচনা শেলীর শ্রুতিমধুর কণ্ঠ। ঐতিহ্যের সাথে মাতিয়ে তোলা সুর, পপ বেজলাইন এবং সমসাময়িক সব উপাদানের মিশেলে বাংলা কাওয়ালি সংগীতের রিয়েল ম্যাজিক ফুটে উঠেছে এই গানে। 

ফুয়াদ আলমুক্তাদির বলেন, ‘বাংলা কাওয়ালির সাথে আধুনিক সুরকে মেলানো বেশ মজাদার একটা চ্যালেঞ্জ ছিল। এই কাজটা আমরা দারুণ উপভোগ করেছি। আমাদের পর্দার পেছনের প্রচেষ্টার ফলাফল হিসেবে চমৎকার একটা গান তৈরি হয়েছে, এটা খুবই আনন্দের ব্যাপার। আশা করছি, ঈদের সময় সবাই এই গান উপভোগ করবেন।’
 
গানটির মূল কণ্ঠশিল্পী সৌম্যদীপ শিকদার (সৌম্য মুর্শিদাবাদী)’র মতে, ‘কোক স্টুডিও বাংলা-র দু’টি সিজনেই আমি পারফর্ম করেছি এবং গান দু’টি একটি অপরটি থেকে সম্পূর্ণ আলাদা। এটাই এই প্ল্যাটফর্মের সৌন্দর্য, এখানে আমরা নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারি। ‘দেওয়ানা’ গানটির সাথে দর্শক-শ্রোতারা সংযোগ ঘটাতে পারবেন, তারা গানটি উপভোগ করবেন বলে আমরা আশাবাদী।” 

দেওয়ানা:

/এমএম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি