X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
মামানামা: আউট অব দ্য বক্স

সাবিলার ‘নূর’ বিড়ম্বনা!

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৭:১১আপডেট : ২৭ জুন ২০২৩, ২০:০১

নামের মিল থেকে বিড়ম্বনা নতুন কিছু নয়। যেমন অভিনেত্রী সাফা কবিরকে অনেকে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের মেয়ে মনে করেন। কিছু দিন আগে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যায় পরিষ্কার করেছেন তিনি।

একই পরিস্থিতির সম্মুখীন হতে হয় সাবিলা নূরকেও। সাধারণ দর্শকের অনেকে তাকে আসাদুজ্জামান নূরের মেয়ে মনে করেন। সহজেই বোঝা যায়, নামের সঙ্গে নূর থাকায় এমন ধারণার জন্ম। এরকম নূর আরও আছেন ইন্ডাস্ট্রিতে; সজল নূর, আব্দুন নূর তুষার, মারিয়া নূর প্রমুখ।

এত সব নূরের ভিড়ে কেমন বিড়ম্বনায় পড়েন সাবিলা নূর? সে বিষয়ে কখনও মন্তব্য করেননি। সম্প্রতি বাংলা ট্রিবিউনের সেলিব্রেটি শো ‘মামানামা-আউট অব দ্য বক্স’-এ এসে অভিনেত্রী পরিষ্কার করলেন। বললেন, ‘প্রথমেই বলি, আসাদুজ্জামান নূর আমার বাবা নন। ওনার সঙ্গে যখন কাজ হয়েছে, তখন ওনাকে বলেছিলাম যে স্যার আমাকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয়, আসাদুজ্জামান নূর আপনার বাবা নাকি? আমি আবার মজার ছলে অনেককে বলি, না উনি আমার বাবা না, মামা হন! কথাটা এমন সিরিয়াসলি বলি যে তারা দ্বিধায় পড়ে যায়! আজকে প্রথম মামানামায় এসে এই রহস্য উন্মোচন করলাম।’

সাবিলা নূর সাবিলা জানান, তার পরিবারের মধ্যে একমাত্র তিনিই অভিনয়ে আছেন। ফলে মিডিয়ার অন্য নূরের সঙ্গে তার কোনও পারিবারিক সম্পর্ক নেই।

বাংলা ট্রিবিউন-এর এই বিশেষ আয়োজনে অতিথি হয়ে সাবিলা নূর জানালেন তার মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘মারকিউলিস’ প্রসঙ্গে। কথা কথায় উঠে আসে তার অভিনয় জীবনের শুরু আর ব্যক্তিজীবনের নানা গল্প। 

‘মামানামা’র সঞ্চালনায় আছেন মাহমুদ মানজুর। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জনি হক। পুরো সাক্ষাৎকারটি দেখুন এখানে:

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
চরিত্রের প্রয়োজনে অভিনেত্রীর এই হাল!
চরিত্রের প্রয়োজনে অভিনেত্রীর এই হাল!
তারকাবহুল চার সিনেমা, দেখা যাবে ২৯ টাকায়
তারকাবহুল চার সিনেমা, দেখা যাবে ২৯ টাকায়
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’