X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বিমান দুর্ঘটনা নিয়ে আরিয়ানের সিনেমা

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ০১:৪২আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৪:০৪

বিমান আর পাইলটের গল্প যে এবারই প্রথম বলবেন, তা নয় কিন্তু। মিজানুর রহমান আরিয়ানের ফ্রেমে এগুলো দেখা গেছে আগেও, ‘ব্যাচ ২৭’ টেলিছবিতে। আবার মানুষ পুড়ে কয়লা হয়ে ফেরার ভয়ংকর গল্পটাও তিনি দেখিয়েছেন ‘২২শে এপ্রিল’-এ। তবে দুটো আলাদা টেলিছবি। দুটোই তুমুল প্রশংসিত।

এবার তিনি দুটো বিষয় এক সুতোয় গেঁথে নিলেন সিনেমার ক্যানভাসে। হুম, মিজানুর রহমান আরিয়ান শিগগিরই হাত দিচ্ছেন তার নতুন সিনেমার শুটিংয়ে। নাম দিয়েছেন ‘ফ্লাইট ২২৭’। রেফারেন্সের সঙ্গেও দারুণ মিল রয়েছে সংখ্যায়- ‘ব্যাচ ২৭’ আর ‘২২শে এপ্রিল’। যদিও এসব কাকতাল। নির্মাতা জানান, এই দুটি টেলিছবির গল্পের সঙ্গে একচুলও সংযোগ নেই তার সিনেমা ‘ফ্লাইট ২২৭’-এর।

সিনেমাটির গল্প, চিত্রনাট্য আর সংলাপ যথারীতি নির্মাতারই লেখা। এর গল্প সম্পর্কে আগাম কিছু খোলাসা না করলেও প্রকাশিত ডামি পোস্টারে এটুকু স্পষ্ট, বিমান দুর্ঘটনা নিয়ে এই গল্প। যার ক্যাপশনে তিনি লিখেছেনও- জীবন হঠাৎ থমকে যায়! অনুমান করা যাচ্ছে, এবারের গল্পটি আরিয়ান ফেঁদেছেন বিমান দুর্ঘটনার মতো স্পর্শকাতর, নির্মাণে চ্যালেঞ্জিং ও ব্যয়বহুল একটি প্রজেক্ট। যেটি করতে তাকে আর্থিক সাপোর্ট দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

ঠিক ধরেছেন, এই ছবিটিও আগের দুটির (নেটওয়ার্কের বাইরে ও ‘উনিশকুড়ি’) মতো আরিয়ান মুক্তি দিতে যাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মে।

‘ফ্লাইট ২২৭’ প্রসঙ্গে নির্মাতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা একসঙ্গে অনেকগুলো গল্প। কখনও সম্পর্কের, কখনও প্রেমের, কখনও বন্ধুত্বের আবার কখনও ক্রাইসিসের গল্প। এটা মূলত একটা জার্নির গল্প। কী জার্নি, কোথায় জার্নি, এই জার্নির শুরু কোথায় শেষ কোথায়- সব জানা যাবে সিনেমায়।’ 

পুরো পোস্টার ছবির কাস্টিং, শুটিং কিংবা মুক্তির তারিখ; কিছুই বলতে নারাজ আরিয়ান। এমনকি এটি ২০১৮ সালের ১২ মার্চ কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বম্বার্ডিয়ার ড্যাশ এইট কিউ-ফোর হানড্রেড বিধ্বস্ত হওয়া থেকে অনুপ্রাণিত কি না, সেটিও বলছেন না আরিয়ান।

তবে ২৫ জুলাই রাতে নির্মাতার প্রকাশিত পোস্টরে এটুকু স্পষ্ট, একটি উড়োজাহাজ ভূপাতিত হয়ে পুড়ে প্রায় ছাই, কুণ্ডলি পাকিয়ে আকাশ ছুঁয়ে দিচ্ছে ধোঁয়া। ঈগলচোখে তোলা পোস্টারের সেই ছবিটি আভাস দিচ্ছে ভয়ংকর এক বাস্তবতার। 

এদিকে সময়ের আরেক আলোচিত নির্মাতা রায়হান রাফী বিধ্বস্ত উড়োজাহাজের ছবি না প্রকাশ করলেও আকাশে উড়ন্ত ডানা প্রকাশ করে জানান দিয়েছেন, তার পরের ছবিটি হচ্ছে আকাশযান নিয়ে। অর্থাৎ তার ছবিটিও বিমান দুর্ঘটনা নিয়ে বলেই অনুমান করা যাচ্ছে। রায়হান রাফীর ডামি পোস্টার

/এমএম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা