১৩ বছর বয়সী ক্লারা তার মা আর সৎ বাবার সাথে পাহাড়ে একটি খামারে থাকে। প্রকৃতিপ্রেমী মেয়েটি এমন কিছু অনুভব করতে এবং দেখতে পারে যা অন্যরা পারে না।
এমনই এক অদ্ভুত গল্পে নির্মিত হলিউড সিনেমা ‘ক্লারা অ্যান্ড দ্য সিক্রেট অব দ্য বেয়ারস’।
দুরন্ত টিভিতে সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে ২৮ জুলাই, শুক্রবার দুপুর ৩টায়। বিষয়টি নিশ্চিত করেন চ্যানেলটির গণমাধ্যম বার্তা প্রেরক মহসিনা আফরোজ।
সিনেমাটিতে দেখা যাবে, একটি পুরনো জুতার আবিষ্কার ক্লারাকে সুজানার সাথে যোগাযোগ করিয়ে দেয়। যে মেয়েটি ২০০ বছর আগে এই খামারে বাস করত। সুজানার বাবা একটি ছোট ভালুককে আটকে রাখায় মা ভালুক অভিশাপ দিয়েছিল। ক্লারা সন্দেহ করে সেই অভিশাপ পুরো এলাকায় এখনও ভর করে আছে। ক্লারা ও সুজানা একসাথে অভিশাপ দূর করার এবং প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে। ভালুকের বাচ্চাকে বাঁচানো এবং এলাকাকে অভিশাপ থেকে মুক্তি দেয়ার নানা ঘটনা নিয়ে গল্পটি এগিয়ে যায়।