X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বাবা হলেন জিয়াউল হক পলাশ

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১৩:৩৪আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৪:৪৫

রবিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সোশ্যাল হ্যান্ডেলে এক শব্দে একটি স্ট্যাটাস দিলেন অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশ। শব্দটা হলো- ‘আলহামদুলিল্লাহ্‌’। চেক-ইনে দেওয়া আছে একটি হাসপাতালের নাম। 

এটা দেখেই অনেকে অন্তরালের বিষয়টি আঁচ করে নিয়েছেন। সেই একই অনুমান নিয়ে যোগাযোগ করা হয় পলাশের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে সুখবরটি দিলেন উচ্ছ্বাস ভরা কণ্ঠে। বললেন, ‘বাবা হয়েছি’।
 
বিয়ের এক বছরের গোড়ায় এসে পলাশের ঘরে নতুন অতিথি এলো। রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। পুত্র ও স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন বলে জানালেন পলাশ।

সুখবরের সঙ্গে একটি স্পষ্ট বার্তাও দিলেন পলাশ। বিয়ের খবরটা গেলো বছরের ডিসেম্বরে সামনে এনেছেন তিনি। এ কারণে অনেকে বাবা হওয়ার সময়টুকু নিয়ে নেতিবাচক প্রশ্ন তুলছে! বিষয়টি নিয়ে পলাশের ভাষ্য, ‘আমরা বিয়েটা করেছি কিন্তু গত বছরের আগস্টে। তবে সেটা প্রকাশ করেছি ডিসেম্বরে। সুতরাং যারা ভাবছেন যে, বছর না ঘুরতেই বাবা হয়েছি, তারা ভুল ভাবছেন।’

স্ত্রীর সঙ্গে পলাশ

বলা দরকার, পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। আগে থেকেই দুজনের মধ্যে পারিবারিক পরিচয় ছিল। পরে ভালোবাসার নানা ধাপ পেরিয়ে তারা বিয়ে করেছেন। 

প্রসঙ্গত, পলাশকে সর্বশেষ দেখা গেছে গেলো ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। দুটি কাজই ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় রয়েছে শীর্ষে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
পলাশের উপহারে আপ্লুত তারিক আনাম খান
পলাশের উপহারে আপ্লুত তারিক আনাম খান
‘সন্ধ্যা ৭টা’য় ফিরছেন নির্মাতা পলাশ!
‘সন্ধ্যা ৭টা’য় ফিরছেন নির্মাতা পলাশ!
তারকাবহুল চার সিনেমা, দেখা যাবে ২৯ টাকায়
তারকাবহুল চার সিনেমা, দেখা যাবে ২৯ টাকায়
টাকা দিয়ে ‘অসময়’ দেখেছেন তিন লক্ষাধিক দর্শক!
টাকা দিয়ে ‘অসময়’ দেখেছেন তিন লক্ষাধিক দর্শক!
বিনোদন বিভাগের সর্বশেষ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন