X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

২২ বছর পর পর্দায় তারা সিং, অগ্রিম টিকিট বিক্রিতে ঝড়!

বিনোদন ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ১৩:২৫আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৩:২৫

২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত সিনেমা ‘গাদার’। যেটাকে বলিউডের ইতিহাসে অন্যতম সফল সিনেমা বিবেচনা করা হয়। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত যত সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টিকিট বিক্রি হয়েছে এই ‘গাদার’র। জানা যায়, ৫ কোটির বেশি টিকিট বিক্রি হয়েছিল ছবিটির। এতে তারা সিং চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সানি।

রেকর্ড সৃষ্টি করা সেই ছবির দ্বিতীয় পর্ব এলো অবশেষে, ২২ বছর পর ফিরলেন তারা সিং-ও। আজ শুক্রবার (১১ আগস্ট) ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছে ‘গাদার ২’। অনিল শর্মার পরিচালনায় এই ছবিতেও সানি দেওলের সঙ্গী হয়েছেন আমিশা।

এদিকে মুক্তির আগে থেকেই ‘গাদার ২’ নিয়ে ভারতীয়দের মধ্যে তুমুল আগ্রহ বিরাজ করছিল। যেটার প্রভাব পড়েছে অগ্রিম টিকিট বিক্রিতে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক ও সিনেমা সমালোচক তরন আদর্শের দেওয়া তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনের জন্য ছবিটির ২ লাখ ৭৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। ফলে সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রিতে এর অবস্থান এখন ষষ্ঠ। 

তারা সিং চরিত্রে সানি দেওল এটা শুধু ভারতের তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, আইনক্স ও সিনেপলিস-এর হিসাব। এর বাইরে অন্যান্য মাল্টিপ্লেক্স চেইনেও অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলেছেন সানি দেওল। ভারতের তৃতীয় বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন মিরাজ-এ প্রায় ২৭ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছে; এছাড়া রাজনস-এর ইতিহাসে সর্বোচ্চ ২৩ হাজার টিকিট বিক্রি হয়েছে ‘গাদার ২’র। শুধু তাই নয়, মুভিম্যাক্স চেইনে ‘পাঠান’কে টপকে সর্বোচ্চ ১০ হাজার ৫০০ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ছবিটির।

বিশ্লেষকরা ধারণা করছেন, প্রথম দিনে শুধু ভারতের উত্তরাঞ্চল থেকেই ৩৫ কোটি রুপির বেশি কালেকশন করতে পারে ‘গাদার ২’। আর দর্শক-সমালোচকের কাছ থেকে যদি ইতিবাচক প্রতিক্রিয়া আসে, তাহলে চমকপ্রদ কিছুই ঘটবে।

উল্লেখ্য, প্রায় ১০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘গাদার ২’। এটি প্রযোজনা করেছে জি স্টুডিওজ। আমিশা প্যাটেল

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা