X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৩, ০০:০৯আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৬:৩৪

ঢালিউড ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নায়িকাদের তালিকার অন্যতম নাম শাবনূর। যিনি এখন স্থায়ী আবাস গড়েছেন দূর অস্ট্রেলিয়ায়। তবে যত দূরেই থাকুন না কেন, শাবনূর কিন্তু বরাবরই স্পর্শে আছেন ঢালিউডের।

সর্বশেষ ১৩ আগস্ট সন্ধ্যায় অভিনেত্রী সিডনির একটি মাল্টিপ্লেক্সে দেখেন চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারই বেশ ক’টি ছবির নায়ক মাহফুজ আহমেদ। পুরোনো নায়ককে পর্দায় নতুন আবহে দেখে দারুণ মুগ্ধ শাবনূর। শুধু কি ছবি? সিনেমা দেখে বের হওয়ার পর সরাসরি দেখা হয়ে যায় মাহফুজ আহমেদের সঙ্গেও।

অস্ট্রেলিয়ায় মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর জমে ওঠে দুজনার গল্প। মাহফুজ আহমেদকে অভিনন্দন জানিয়ে শাবনূর বলেন, ‘ডিফরেন্ট একটা ছবি। মাহফুজ তো কামাল করে দিলে। তোমার চরিত্র আর গেটআপ অসাধারণ ছিল। সবাই ভালো করেছে। তোমাকে তো অসাধারণ লেগেছে। সবসময় এমন অসাধারণ ছবি উপহার দিবে, সেটাই আশা করি।’

অস্ট্রেলিয়ায় মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর শাবনূর জানান, প্রায়শই তিনি সিনেমা দেখতে আসেন ছেলে আইজানকে নিয়ে। তবে এই ছবিটি দেখতে এসে তার অভিজ্ঞতা হলো বেশ আলাদা। তার ভাষায়, ‘আমি আজ (১৩ আগস্ট) এসে তো অবাক। কারণ, এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেওয়া ছেলেমেয়েরাও দেখলাম ছবিটি দেখতে এসেছে। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।’

অস্ট্রেলিয়ায় মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর নায়িকা আরও জানান, ছবিটি দেখার জন্য কয়েক দিন ধরে টিকিট পাচ্ছিলেন না। আজ (১৩ আগস্ট) একটি টিকিট পেয়েছেন। ফলে এক চেয়ারে বসেই মা-ছেলে ছবিটি দেখেছেন। শাবনূরের ভাষায়, ‘আমি আসলে টিকিটটি মিস করতে চাইনি। কারণ পাচ্ছিলাম না। তাই আমি আর আইজান এক চেয়ার শেয়ার করে ছবিটি দেখেছি।’

শাবনূরের এমন একচেটিয়া আলাপ থামাতে কথা বলেন পাশে দাঁড়ানো বিমুগ্ধ মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনও শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি। শাবনূর আসলে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাকটিং মানদণ্ড তৈরি করে দিয়েছে। এখনও যে মেয়েরা সিনেমায় আসছে তারা তোমাকে ফলো করে। এটাই হলো তোমার বড় অর্জন।’

অস্ট্রেলিয়ায় মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর যেহেতু পর্দায় দুজনে ‘বাঙলা’, ‘কপাল’, ‘চার সতীনের ঘর’সহ বেশ ক’টি সিনেমায় জুটিবাঁধার সুযোগ হয়েছে, সেই জায়গা থেকে শাবনূরের প্রতি মাহফুজ আহমেদের আবেদন ছিল ‘কামব্যাক’ করার। এমন প্রস্তাব খানিকটা উড়িয়ে দিলেন শাবনূর। তিনি বললেন, ‘আমি এই কামব্যাক শব্দটাই পছন্দ করি না। আমাদের ব্যাক করার কি আছে। আমরা তো ইন্ডাস্ট্রির সঙ্গেই আছি। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র পেলে অবশ্যই কাজ করবো। বলা যেতে পারে, আমরা পছন্দের কাজের অপেক্ষায় আছি।’ 
 
অস্ট্রেলিয়ায় মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর শেষে ‘প্রহেলিকা’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী ও নায়িকা শবনম বুবলীর প্রশংসাও করেন শাবনূর।

বলা দরকার, গত ঈদে মুক্তি পাওয়া আলোচিত তিন ছবির একটি ‘প্রহেলিকা’। এতে মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। অস্ট্রেলিয়ায় মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নীরবতা ভেঙে ক্ষোভ ঝাড়লেন শাবনূর
নীরবতা ভেঙে ক্ষোভ ঝাড়লেন শাবনূর
শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই: শাবনূর
শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই: শাবনূর
হিজাবে ঢাকা মুখ, শাবনূর
হিজাবে ঢাকা মুখ, শাবনূর
‘রঙ্গনা’ দিয়েই পর্দায় ফিরছেন শাবনূর?
‘রঙ্গনা’ দিয়েই পর্দায় ফিরছেন শাবনূর?
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পীদের সঙ্গে বাংলা ট্রিবিউনের সম্পর্ক অনেক গাঢ়: নাসিম
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিশিল্পীদের সঙ্গে বাংলা ট্রিবিউনের সম্পর্ক অনেক গাঢ়: নাসিম
বাংলা ট্রিবিউনের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি: ইমরান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিবাংলা ট্রিবিউনের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি: ইমরান
বাংলা ট্রিবিউনের সঙ্গে আছি: চাষী আলম
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিবাংলা ট্রিবিউনের সঙ্গে আছি: চাষী আলম
সজলের শুভেচ্ছা ও প্রত্যাশা...
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিসজলের শুভেচ্ছা ও প্রত্যাশা...
১০ বছর অনেক লম্বা একটা সময়: তিশা
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তি১০ বছর অনেক লম্বা একটা সময়: তিশা