X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘কেজিএফ ২’-এর রেকর্ড ভেঙে দিলো ‘গাদার ২’!

বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১৩:০১আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৩:১৭

সিনেমাটি ব্যবসা করবে, এটুকু অনুমান সবারই ছিল। কিন্তু এমন রেকর্ডের পর রেকর্ড গড়বে, সেটা কেউই ভাবেনি। হ্যাঁ, বলা হচ্ছে বলিউডের সাম্প্রতিক ছবি ‘গাদার ২’র কথা। যেটি গত ১১ আগস্ট মুক্তির পর থেকে বক্স অফিসে রীতিমতো আগুন জ্বালিয়ে রেখেছে।

মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও দারুণ কালেকশন করছে ‘গাদার ২’। শনিবার (২৬ আগস্ট) ভারতের বক্স অফিসে ছবিটির টিকিট বিক্রি হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ রুপির। এর ফলে দেশীয় বাজারে এর মোট কালেকশন দাঁড়িয়েছে ৪৩৯ কোটি ৯৫ লাখ রুপি। তথ্যটি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য ও সিনেমা বিশ্লেষক তরন আদর্শ। 

তিনি জানান, শনিবারের কালেকশন দিয়ে রেকর্ড সৃষ্টিকারী কন্নড় সিনেমা ‘কেজিএফ ২’-এর হিন্দি ভার্সনের কালেকশন ছাড়িয়ে গেলো ‘গাদার ২’। ২০২২ সালে মুক্তি পাওয়া যশ অভিনীত ‘কেজিএফ ২’ হিন্দিতে সর্বসাকুল্যে ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি কালেকশন করেছিল।

ফলে সানি দেওল অভিনীত ‘গাদার ২’ এখন ভারতে সর্বোচ্চ কালেকশন করা ছবির তালিকায় তৃতীয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণী সিনেমা ‘বাহুবলী ২’ (৫১০ কোটি) এবং শীর্ষে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ (৫৪৩ কোটি)।

এদিকে ভারতের নতুন সংসদ ভবনেও দেখানো হচ্ছে ‘গাদার ২’ সিনেমাটি। রবিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে প্রথম শো। প্রতিদিন পাঁচটি করে মোট তিন দিন সেখানে ছবিটি দেখানো হবে। মূলত লোকসভা সদস্যদের জন্যই এই বিশেষ বন্দোবস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ‘গাদার’ সিনেমার সিক্যুয়েল ‘গাদার ২’। এটি পরিচালনা করেছেন অনিল শর্মা। এতে সানি দেওলের সঙ্গে আছেন আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর প্রমুখ। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা