X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

নাগরিক পর্দায় একসঙ্গে নতুন তিন ধারাবাহিক

বিনোদন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৮:০৮আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১০:২৭

একটি সিরিজ আর দুটি ধারাবাহিকসহ মোট তিনটি ফিকশন নাগরিক টেলিভিশনের পর্দায় সম্প্রচার হতে যাচ্ছে। সেপ্টেম্বর মাস হতে দর্শকরা এগুলো নিয়মিত দেখতে পাবেন টিভি পর্দার পাশাপাশি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। ধারাবাহিক দুটি হলো ‘গৃহলক্ষ্মী’ ও ‘হালের হাওয়া’। আর সিরিজটির নাম ‘কিশোর গ্যাং’।

চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ থেকে জানা গেছে, ২ সেপ্টেম্বর রাত ১০টা থেকে প্রতি শনি, রবি ও সোমবার দেখানো হবে ‘গৃহলক্ষ্মী’। একই সময়ে সপ্তাহের বাকি ৩ দিন মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার প্রচার হবে ‘হালের হাওয়া’। আর সিরিজ ‘কিশোর গ্যাং’ থাকছে শনি থেকে বুধবার রাত ১০টা ৩০ মিনিটে।

গৃহলক্ষ্মী চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘‘নাম দেখেই বোঝা যাচ্ছে তিনটি ফিকশনই তিন ধরনের। শুধু এই ঢাকা শহর না; দেশের বিভিন্ন আনাচে-কানাচে আতঙ্কের নাম ‘কিশোর গ্যাং’। কিশোর অপরাধ নিয়ে নির্মিত এই সিরিজে প্রতি সপ্তাহেই থাকছে নতুন নতুন গল্প। আর ‘গৃহলক্ষ্মী’র কাহিনি হলো পারিবারিক আবহে আবর্তিত। ‘হালের হাওয়া’ হলো এই যুগের কিছু উঠতি ছেলেমেয়ের গল্প। সব কিছু মিলিয়েই আমরা তো আশা করছি দর্শকদের ভালো লাগবে।’’

‘হালের হাওয়া’ ‘কিশোর গ্যাং’ পরিচালনায় আছেন নাজমুল রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গোলাম কিবরিয়া, সাব্বির আহমেদ, আশরাফ সুপ্ত, শারমীন আঁখি, মিলি বাশার, রিসা, মাসুম বাশার, রকি খানসহ অনেকে। মাইনুল হাসান খোকনের পরিচালনায় ‘গৃহলক্ষ্মী’ ধারাবাহিকের শিল্পী হলেন অরুণা বিশ্বাস, রোজী সিদ্দিকী, এমিলি হক, কাজী রাজুসহ অনেকে। আর ‘হালের হাওয়া’র নির্মাতা হলেন আদিত্য জনি। অভিনয়ে আছেন ইমতু রাতিশ, মায়মুনা মম, হোসাইন নিরব প্রমুখ।

জানা গেছে, ৩টি ফিকশনেরই দৈর্ঘ্য হবে আড়াইশ’ থেকে পাঁচশ’ পর্ব পর্যন্ত। ‘কিশোর গ্যাং’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা