X
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

টিনার কণ্ঠে জুয়েলের গান, উৎসর্গে আইয়ুব বাচ্চু (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪

মৌলিক গানের পাশাপাশি বেশ কিছু দিন ধরে নিয়মিত কাভার গান প্রকাশ করছেন কণ্ঠশিল্পী টিনা রাসেল। মূলত নিজের পছন্দের গানগুলো নতুন আয়োজনে উপহার দিচ্ছেন শ্রোতাদের। 

সেই ধারাবাহিকতায় সম্প্রতি (২৭ আগস্ট) উন্মুক্ত করলেন নতুন করে পুরনো একটি জনপ্রিয় গান। ‘এ কোন ব্যথায়’ শিরোনামের গানটি গেয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। সৈয়দ আওলাদের লেখা গানটির সুর-সংগীত করেছিলেন কিংবদন্তি আইয়ুব বাচ্চু। যে গানটি প্রকাশের পর দারুণ জনপ্রিয়তা পায়। 

কাভারের জন্য সেই গান বেছে নেওয়ার কারণ কী? এমন প্রশ্নের জবাবে শৈশবে ফিরে গেলেন টিনা রাসেল। বললেন, ‘এই গানের ক্যাসেট যখন বের হয়, আমি তখন অনেক ছোট। আমার বড় বোন ক্যাসেটটা কিনে এনেছিল। তার প্রিয় শিল্পী ছিলেন জুয়েল ভাই। সেই সূত্রে রেকর্ড প্লেয়ারে প্রথমবার এই গান শুনেছিলাম। শুনে এতো ভালো লেগেছিল যে, গানটার প্রত্যেকটা শব্দ আমার মুখস্থ ছিল। সুতরাং এই গানের সঙ্গে আমার ওই সময়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর আমার মনে হয়েছে, এমন গান কাভার করবো, যেটা আসলে আমার গলায় বসে গেছে। নতুন ট্রেন্ড ফলো করে, কোনও গান ভাইরাল হয়েছে বলে সেটা কাভার করবো, এমনটা মনে করি না আমি।’

জুয়েল, টিনা রাসেল ও আইয়ুব বাচ্চু এদিকে টিনা রাসেলের কণ্ঠে নিজের গান শুনে মুগ্ধতা প্রকাশ করেছেন গানটির মূল শিল্পী জুয়েল। গানটিকে নতুন করে গাওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। সোশ্যাল হ্যান্ডেলে গানটি শেয়ার করে লেখেনে, ‘ধন্যবাদ টিনা রাসেল। খুবই সুন্দর গেয়েছো।’ 

টিনা রাসেল কাভার গানটি আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন টিনা রাসেল। এ প্রসঙ্গে গায়িকার ভাষ্য, “বাচ্চু ভাইয়ের জীবনের শেষ দিকে ‘বর্ণে গন্ধে’ শিরোনামের একটি গান কাভার করিয়েছিলেন আমাকে দিয়ে। সেই প্রথম কোনও কাভার গানে গিটার প্লে করেছিলেন তিনি। গানটির রেকর্ডিংয়ের মুহূর্তগুলো এখনও আমার কাছে আছে, মাঝেমধ্যে সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করি। এই আবেগের জায়গা থেকেই গানটি গাওয়া এবং তাকে তাকে উৎসর্গ করা।”

টিনা রাসেল ‘এ কোন ব্যথায়’ গানের নতুন সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল। ভিডিও ধারণ করেছেন গাজী শাহজাহান। ঘরোয়া পরিবেশে ভিডিওটি ধারণ করা হয়েছে। এ বিষয়ে গায়িকা জানান, তার মূল ফোকাস গানে, ভিডিও কেবল প্রকাশের মাধ্যম। তাই ভিডিওটা ইনডোর নাকি আউটডোরে, সাদামাটা নাকি জমজমাট, এসব নিয়ে ভাবিত নন তিনি। আইয়ুব বাচ্চুর স্টুডিওতে টিনা রাসেল

/কেআই/এমএম/
সম্পর্কিত
প্রকাশ্যে এলো নোবেলের ‘অপরাধ’!
প্রকাশ্যে এলো নোবেলের ‘অপরাধ’!
‘ও পৃথিবী এবার এসে’ গানটি নিয়ে অভিনব আইনি জালিয়াতি
দিলেন কপিরাইট স্ট্রাইক, পাঠালেন আদালতের আদেশ! ‘ও পৃথিবী এবার এসে’ গানটি নিয়ে অভিনব আইনি জালিয়াতি
প্রকাশ হলো ‘জিতবে আবার নৌকা’র সিক্যুয়েল
প্রকাশ হলো ‘জিতবে আবার নৌকা’র সিক্যুয়েল
বাকরুদ্ধ বাংলা: নজরুলের সুর ‘হত্যা’ করলেন রাহমান!
বাকরুদ্ধ বাংলা: নজরুলের সুর ‘হত্যা’ করলেন রাহমান!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘এই বিশ্ব বাউলদের চিন্তা-চেতনার ধারায় পরিবর্তিত হোক’
লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে ৫৫তম ‘সাধুমেলা’‘এই বিশ্ব বাউলদের চিন্তা-চেতনার ধারায় পরিবর্তিত হোক’
যে কারণে হঠাৎ রাজনীতিতে ডলি সায়ন্তনী
যে কারণে হঠাৎ রাজনীতিতে ডলি সায়ন্তনী
দুই ইংরেজি সিনেমার বাংলা প্রিমিয়ার
দুই ইংরেজি সিনেমার বাংলা প্রিমিয়ার
ঐশ্বরিয়াকে দেখার জন্য হাশমির দেড় ঘণ্টা অপেক্ষা!
ঐশ্বরিয়াকে দেখার জন্য হাশমির দেড় ঘণ্টা অপেক্ষা!
ছয় তারকাকে নিয়ে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’
ছয় তারকাকে নিয়ে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’