X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

আলোচিত তুর্কি সিরিজ ‘শিকারি’ এবার বাংলায়

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৪

দেশের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে তুর্কি ধারাবাহিকগুলো। বিভিন্ন চ্যানেলেই এখন তুর্কি ধারাবাহিকের বাংলা ডাব ভার্সন প্রচার হয়। এবার একই কায়দায় আসছে আলোচিত সিরিয়াল ‘শিকারি’। এটি দেখা যাবে বৈশাখী টেলিভিশনে।

বুরকু গোর্গুন তোপটাস ও ওজলেম ইলমাজের রচনায় সিরিয়ালটি পরিচালনা করেছেন বাহাদির ইন্স। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বারিস আরদুস ও বুরজু বিরিচিক। এছাড়াও আছেন সেথার তানরোয়েন, হাতিজে আসলান, লেভান্ত ইলগ্যান, বুরাক উইয়ানাক, জান্যার শাহিন, আয়তেক সায়াল, আহস্যান অ্যারোলু, ইপেক আরদ্যাম, দ্যারিয়া ব্যাজার্কা, হানদে দিলান হানজে, ইথ চ্যাকির, সুবুরজু দুশকুন, মেতেহান পারিলতি প্রমুখ।

বাংলায় ডাবিংয়ে কণ্ঠাভিনয় করেছেন রাজু, নাদিরা আঞ্জুম মিমি, আহসান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, শেকানুল ইসলাম শাহি, তোফায়েল আহমেদ, অভিক সাহা, পর্ণা মিটিন্ডা কস্তা, ইরা রহমান, অনু, তানিয়া, শাকিল, নাদিয়া ও জারিন ফাতেমা। নির্বাহী প্রযোজনায় মুশফিকুর রহমান মঞ্জু।

‘শিকারি’ ধারবাহিকের দৃশ্য ধারাবাহিকের কাহিনি গড়ে উঠেছে রাস্তাঘাটে বেড়ে ওঠা রুদ্র নামের এক শিশুকে ঘিরে। অথচ সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার। মা বাবাকে নিয়ে সুখেই চলছিল তার জীবন। অকস্মাৎ একটি ঘটনা তাদের জীবন বদলে দেয়। তছনছ হয়ে যায় সুখের সংসার। মিথ্যা মামলায় ফাঁসানো হয় তার বাবাকে। ২০ বছর ধরে নিজেকে প্রতিশোধের জন্য প্রস্তুত করে ছেলেটি। এরমধ্যে দিলার প্রতি ভালোবাসা এসে তার মনে দোটানা সৃষ্টি করে। টানটান উত্তেজনায় ভরা বিভিন্ন ঘটনায় প্রবাহিত হতে থাকে গল্পটি।

বৈশাখী টেলিভিশন সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় ‘শিকারি’ প্রচার হবে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা