X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

মাদাম তুসোয় বসছে আল্লু অর্জুনের মূর্তি

বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৩

ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। কদিন আগেই ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনিই প্রথম তেলুগু তারকা, যিনি এই পুরস্কার পেলেন।

এবার আরও একটি বড় অর্জন যুক্ত হচ্ছে আল্লুর ঝুলিতে। বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে বসতে চলেছে তার মূর্তি। এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর মাধ্যমে দক্ষিণ ভারতের তৃতীয় তারকা হিসেবে এই বিরল সম্মান পাচ্ছেন ‘সারাইনুডু’ খ্যাত তারকা। এর আগে প্রভাস ও মহেশ বাবুর মূর্তি তৈরি করা হয়েছে জাদুঘরটিতে।

মাদাম তুসো জাদুঘরের অনেকগুলো শাখা রয়েছে। এগুলোতে বিখ্যাত তারকা ও ব্যক্তিদের মোমের মূর্তি তৈরি করে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে আল্লু অর্জুনের মূর্তিটি বানানো হচ্ছে লন্ডন শাখায়। যেখানে আগে থেকেই রয়েছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ আরও অনেক তারকার মূর্তি।

আল্লু অর্জুন আল্লু অর্জুন বর্তমানে অপেক্ষায় আছেন ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার জন্য। সুকুমার নির্মিত এই ছবি মুক্তি পাবে আগামী বছরের আগস্টে। এতে আল্লুর সঙ্গে থাকছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল, প্রকাশ রাজ, সুনীল প্রমুখ। ‘পুষ্পা ২’র শুটিং শেষে আল্লু যোগ দেবেন ‘সন অব সত্যমূর্তি’ খ্যাত নির্মাতা ত্রিবিক্রমের নতুন ছবিতে। এছাড়া ‘কবির সিং’ খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙার সঙ্গেও একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা