X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
বুসান চলচ্চিত্র উৎসব ২০২৩

সবুজ ঘাসের গালিচা থেকে তাকিয়ে আছেন তিশা!

জনি হক, বুসান (দক্ষিণ কোরিয়া) থেকে
জনি হক, বুসান (দক্ষিণ কোরিয়া) থেকে
০৮ অক্টোবর ২০২৩, ১৭:২২আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২১:২৬

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের সেন্টাম সিটি এলাকা বেশ চকচকে। দৃষ্টিনন্দন বহুতল ভবনের ছড়াছড়ি। তিন দিকে উঁচু উঁচু পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য। প্রকৃতি আর নগরের অপূর্ব মেলবন্ধন বলা যায় এই জায়গাকে। সেন্টাম সিটিতে ২০১১ সালের সেপ্টেম্বরে চাকচিক্যময় বুসান সিনেমা সেন্টারের উদ্বোধন হয়। এখানেই হয়ে থাকে এশিয়ার গুরুত্বপূর্ণ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভবনটির চত্বরের সামনে লম্বা সবুজ ঘাসের গালিচা বিছানো। এর ওপর সাজিয়ে রাখা হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার একটি অপূর্ব পোস্টার। এতে দেখা যাচ্ছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। অনেক পোস্টারের ভিড়ে আলাদাভাবে নজর কাড়ে তার চাহনি!

রবিবার (৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিট) বুসান সিনেমা সেন্টারের সিনেমাথিকে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এতে অংশ নিতে একমাত্র কন্যা ইলহামকে নিয়ে ফারুকী-তিশা দম্পতি এখন বুসানে। উৎসবটির জিসোক বিভাগে প্রতিযোগিতা করছে এটি। তিন কিংবা ততধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করা এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতারা জায়গা পান এতে।

উৎসবের মূল কেন্দ্র বুসান সিনেমা সেন্টার আয়োজকদের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ারের সব টিকিট ফুরিয়ে গেছে। যারা আজ দেখতে পারছেন না, তাদের হতাশ হওয়ার কিছু নেই। আগামী ৯ অক্টোবর সকাল ৯টায় লটে সিনেমা সেন্টাম সিটি ফোরে এবং ১১ অক্টোবর রাত ৯টায় লটে সিনেমা সেন্টাম সিটি টেন থিয়েটারে আবারও ছবিটির প্রদর্শনী হবে।

পরিচালনার পাশাপাশি ছবিটিতে প্রথমবার অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তার চরিত্রের নাম ফারহান। তিশাকে দেখা যাবে অভিনেত্রী তিথির ভূমিকায়। গল্পে ঢাকায় বসবাস করেন তারা। বিয়ের অনেক বছর পেরিয়ে যাওয়ায় সন্তান নিতে সামাজিক চাপে পড়েন এই দম্পতি।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির পক্ষে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ প্রযোজনা করেছেন রেদওয়ান রনি। তিনিও এখন বুসানে। এবারই প্রথম চরকির কোনও সিনেমা বুসানের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে। এজন্য আগামীকাল (৯ অক্টোবর) রাত ৮টায় চরকি আয়োজন করেছে বাংলাদেশ নাইট।

সবুজ গালিচায় ঢাকার পোস্টার ‘বলী’ ও ‘আগন্তুক’ এদিকে বুসান উৎসব ভবনের চত্বরে আরও আছে নিউ কারেন্টস বিভাগে নির্বাচিত ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ এবং বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ছবির পোস্টার। এশিয়ার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানে এবারই প্রথম বাংলাদেশের তিনটি ছবি প্রতিযোগিতায় লড়ছে। এছাড়া এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে রবিউল আলম রবির ‘সুরাইয়া’ ছবির চিত্রনাট্য। 

গত ৪ অক্টোবর শুরু হয়েছে বুসানের ২৮তম আসর। এবারের অফিসিয়াল সিলেকশনে রয়েছে ৬৯টি দেশের ২০৯টি চলচ্চিত্র। উৎসবের বিভাগগুলো হলো– গালা প্রেজেন্টেশন, আইকনস, জিসোক, অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা, নিউ কারেন্টস, কোরিয়ান সিনেমা টুডে, ওয়ার্ল্ড সিনেমা, ফ্ল্যাশ ফরওয়ার্ড, ওয়াইড অ্যাঙ্গেল, ওপেন সিনেমা, মিডনাইট প্যাশন, অন স্ক্রিন, স্পেশাল প্রোগ্রাম ইন ফোকাস এবং স্পেশাল স্ক্রিনিং। উৎসবের পর্দা নামবে ১৩ অক্টোবর। বুসান সিনেমা সেন্টারের ফটক

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
মানিক মিয়ায় চলছে নববর্ষ কনসার্ট, সন্ধ্যায় ব্যতিক্রমী ড্রোন শো
মানিক মিয়ায় চলছে নববর্ষ কনসার্ট, সন্ধ্যায় ব্যতিক্রমী ড্রোন শো
বিনোদন বিভাগের সর্বশেষ
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?