X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বুসান ভিশন অ্যাওয়ার্ডসে ৫০ লাখ টাকা পেলো দুই চলচ্চিত্র

জনি হক, বুসান (দক্ষিণ কোরিয়া) থেকে
জনি হক, বুসান (দক্ষিণ কোরিয়া) থেকে
১৩ অক্টোবর ২০২৩, ০২:১৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:০৮

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর শেষ পর্যায়ে পৌঁছেছে। এবার পুরস্কারের পালা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বুসান সিনেমা সেন্টারের পাশে কেএনএন থিয়েটারে বুসান ভিশন অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের আসর থেকে যুক্ত করা হয়েছে এলজি ওলেড নিউ কারেন্টস অ্যাওয়ার্ড এবং এলজি ওলেড ভিশন অ্যাওয়ার্ড। বিজয়ী দুটি ছবির প্রতিটি পেয়েছে নগদ ৩ কোটি কোরিয়ান ওন (২৫ লাখ টাকা)।

নিউ কারেন্টস বিভাগে নির্বাচিত ১০টি চলচ্চিত্রের মধ্য থেকে এলজি ওলেড নিউ কারেন্টস অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচন করা হয়। এটি পেয়েছে থাইল্যান্ডের পাতিপার্ন বুনতারিগ পরিচালিত ‘সলিডস বাই দ্য সিশোর’। নেটপ্যাক অ্যাওয়ার্ডও জিতেছে সমকামিতা বিষয়ক ছবিটি।

অন্যদিকে কোরিয়ান সিনেমা টুডে বিভাগে নির্বাচিত ১০টি এবং নিউ কারেন্টস বিভাগে নির্বাচিত ২টি কোরিয়ান ছবির মধ্য থেকে একটিকে দেওয়া হয়েছে এলজি ওলেড ভিশন অ্যাওয়ার্ড। এটি পেয়েছে দক্ষিণ কোরিয়ার জং বেয়ম ও হর জাং পরিচালিত ‘দ্য বেরেফটস’। সিটিজেন ক্রিটিকস অ্যাওয়ার্ডও জিতেছে ছবিটি।

‘দ্য বেরেফটস’ চলচ্চিত্রের দৃশ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের দৃষ্টিতে ফিপরেসি অ্যাওয়ার্ড জিতেছে নিউ কারেন্টস বিভাগ থেকে দক্ষিণ কোরিয়ার সন হাইন-লোক পরিচালিত “দ্যাট সামার’স লাই”। কোরিয়ান সিনেমা টুডে বিভাগের ‘হাউস অব দ্য সিজনস’ পেয়েছে কেবিএস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড, সিজিকে অ্যাওয়ার্ড এবং অরোরা মিডিয়া অ্যাওয়ার্ড।

এশিয়ার প্রতিশ্রুতিশীল ও উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টস। এতে বাংলাদেশের ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ এবং বিপ্লব সরকারের ‘আগন্তুক’ রয়েছে। তবে বুসান ভিশন অ্যাওয়ার্ডসে কোনোটি পুরস্কার পায়নি। এলজি ওলেড নিউ কারেন্টস অ্যাওয়ার্ড বিভাগে বিচারকদের প্রধান ছিলেন দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র সমালোচক জুং সাং-ইল। তার নেতৃত্বে বিচারক প্যানেলে ছিলেন দক্ষিণ কোরিয়ান পরিচালক হান জুন-হি (ডি.পি, ডি.পি. টু) ফরাসি সাংবাদিক ও কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিকস’ উইকের আর্টিস্টিক পরিচালক আভা কায়েন, ইন্দোনেশিয়ান পরিচালক এডউইন এবং আমেরিকান প্রযোজক ক্রিস্টিনা ও (ওকজা, মিনারি)। “দ্যাট সামার’স লাই” চলচ্চিত্রের দৃশ্য

বুসান ভিশন অ্যাওয়ার্ডস বিজয়ী তালিকা
ফিপরেসি অ্যাওয়ার্ড: দ্যাট সামার’স লাই
নেটপ্যাক অ্যাওয়ার্ড: সলিডস বাই দ্য সিশোর
এলজি ওলেড নিউ কারেন্টস অ্যাওয়ার্ড: সলিডস বাই দ্য সিশোর
এলজি ওলেড ভিশন অ্যাওয়ার্ড: দ্য বেরেফটস
ডিজিকে প্লাস এম অ্যাওয়ার্ড: ওয়ার্ক টু ডু এবং আইল অব স্নেকস
সিজিভি অ্যাওয়ার্ড: কনসার্নিং মাই ডটার
কেবিএস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড: হাউস অব দ্য সিজনস
সিজিকে অ্যাওয়ার্ড: লি জিন কুন (হাউস অব দ্য সিজনস)
ক্রিটিক বি অ্যাওয়ার্ড: লাস্ট সামার
অরোরা মিডিয়া অ্যাওয়ার্ড: হাউস অব দ্য সিজনস, এফএকিউ
ওয়াচা শর্ট অ্যাওয়ার্ড: মাই ডিয়ার, কার্মা
সিটিজেন ক্রিটিকস অ্যাওয়ার্ড: দ্য বেরেফটস
বুসান সিনেফাইল অ্যাওয়ার্ড: ইয়েলো ডোর: ’নাইনটিজ লো-ফি ফিল্ম ক্লাব

বুসুান সিনেমা সেন্টার গত ১০ অক্টোবর প্যারাডাইস হোটেল বুসান গ্র্যান্ড বলরুমে ঘোষণা করা হয় এশিয়ান প্রজেক্ট মার্কেটের (এপিএম) বিজয়ী তালিকা। নতুন যুক্ত হওয়া নিউ হর্স অ্যাওয়ার্ড এবং ওয়ান কুল অ্যাওয়ার্ড বিজয়ী প্রকল্প ১৫ হাজার ডলার করে পেয়েছে। ১১টি পুরস্কারের মধ্যে সর্বাধিক তিনটি জিতেছে জেরেমি চুয়া প্রযোজিত ও রাফায়েল মানুয়েল পরিচালিত ‘ফিলিপিনানা’। এগুলো হলো টিএআইসিসিএ অ্যাওয়ার্ড, আর্তেকিনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এবং কংচাক স্টুডিও অ্যাওয়ার্ড। এবারের এপিএমে ছিল ১৩টি দেশের ৩০টি প্রকল্প। এরমধ্যে বাংলাদেশ থেকে স্থান পেয়েছে রবিউল আলম রবির ‘সুরাইয়া’।

/এমএম/
সম্পর্কিত
থমথমে ঢালিউডে দম দিতে এলো ‘ভাইরাল বেবি’!
থমথমে ঢালিউডে দম দিতে এলো ‘ভাইরাল বেবি’!
ইউরোপীয় হাওয়ায় শুরু হলো টোকিও উৎসব, ফোকাসে বেগম রোকেয়া
ইউরোপীয় হাওয়ায় শুরু হলো টোকিও উৎসব, ফোকাসে বেগম রোকেয়া
শেষবেলায় সাগরপাড়ে, সিউলে চাটগাঁইয়া খাবারের পসরা
বুসান ডায়েরি-৬শেষবেলায় সাগরপাড়ে, সিউলে চাটগাঁইয়া খাবারের পসরা
গিনেস রেকর্ডধারী ডিপার্টমেন্ট স্টোর এবং ‘এশিয়ার কান’
বুসান ডায়েরি-৫গিনেস রেকর্ডধারী ডিপার্টমেন্ট স্টোর এবং ‘এশিয়ার কান’
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা