X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাবিনাকন্যা বাঁধনের কণ্ঠে হিন্দি রবীন্দ্রসংগীত

সুধাময় সরকার
২০ অক্টোবর ২০২৩, ১৭:১৫আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:২৪

কবিগুরুর সৃষ্টি বিশ্বজুড়ে নানান ভাষায় চর্চিত হবে, এটাই স্বাভাবিক। যদিও বাংলার বাইরে গিয়ে সেই কথা-সুর-গায়কী কিংবা গানের আবেগটা কতখানি ছুঁয়ে যেতে পারে শ্রোতামন, সেটি প্রশ্ন সাপেক্ষ। তবে হিন্দিভাষী অমিতাভ বচ্চনের কণ্ঠে বাংলায় কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, দারুণ চর্চিত হয়েছে অন্তর্জালে।

নতুন খবর হলো কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন-কন্যা বাঁধন একসঙ্গে প্রকাশ করলেন দুটো রবীন্দ্রসংগীত। দুটোই তিনি কণ্ঠে তুলেছেন হিন্দি ভাষায়। একটি ‘মনে রবে কিনা রবে আমারে’ অন্যটি ‘পুরানো সেই দিনের কথা’। অজয় মিত্রের সংগীতায়োজনে এটির লিরিক ভিডিও তৈরি করেছেন অর্পণ মিত্র। গান দুটি একই দিনে ‘‘বাঁধন’স প্লেলিস্ট’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। বলছেন, প্রশংসাও পাচ্ছেন প্রচুর।

কিন্তু কেন সাবিনাকন্যা বাঁধন অসাধারণ দুটি রবীন্দ্রসংগীত গাইলেন হিন্দি ভাষায়? জবাবে শিল্পী বললেন, ‘এটা আসলে ভিন্ন কিছু করার চেষ্টা। এবং গান দুটি প্রকাশের পর অনেক প্রশংসা পাচ্ছি।’

ভিন্ন কিছু করার ইচ্ছা এখানেই শেষ করতে চাইছেন না বাঁধন। শিগগিরই তিনি কণ্ঠ দেবেন ‘আমার হলো শুরু তোমার হলো সারা’ গানটির ইংরেজি ভার্সনে। জানালেন তেমনটাই। কিন্তু কন্যার হিন্দি রবীন্দ্রসংগীত শুনে কিংবদন্তি মায়ের প্রতিক্রিয়া কেমন? জবাবে বাঁধন বললেন, ‘আম্মা গান দুটি শুনেছেন। এবং খুব ভালো বলেছেন।’

বাঁধন কিংবদন্তিকন্যা বাঁধান মূলত পেশাজীবী। চাকরি করেন একটি বেসরকারি ব্যাংকে। তবে গানটা নিয়মিত করার চেষ্টা করেন মনের টানে। তাই তো টিভি শো, স্টেজ শো, নাটক কিংবা সিনেমার গান পেলেও গাইতে ভালোবাসেন। আর সুযোগ পেলেই অন্যের অনুরোধে কণ্ঠে তুলে নেন মায়ের সব বিখ্যাত গান।

বাঁধন বলেন, ‘রক্তে তো গান। তাই শত ব্যস্ততার মাঝেও গানেই প্রশান্তি খুঁজে পাই। যেমন হিন্দি ভার্সনের দুটি গান প্রকাশ করেই ১৯ অক্টোবর গাইলাম অজয় মিত্রের কথা-সুরে একটি মৌলিক গান। তবে এই গানটি আমার চ্যানেলে ছাড়বো না। আমরা পরিকল্পনা করছি বড় কোনও মিউজিক লেবেল থেকে প্রকাশ করতে। শর্ত একটাই, ভালো ভিডিও করতে হবে। দেখা যাক কী হয়। তবে এর বাইরে এখন আমি নিয়মিতই স্টেজ শো, টিভি শো আর নাটকের গানে কণ্ঠ দিচ্ছি। সামনে প্রকাশ করবো ইংরেজি ভার্সনের গানটি।’

জানানো দরকার, বাঁধনের প্রথম অ্যালবাম ‘প্রতিচ্ছবি’ প্রকাশ হয় ২০০৬ সালে। সেই অ্যালবামে চারটি গান ছিল সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠে। আর চারটি ছিল বাঁধনের একক। বাকি চারটি সাবিনা ইয়াসমিনের একক। এরপর বাঁধনের পূর্ণাঙ্গ একক অ্যালবাম ‘ফাল্গুনী হাওয়া’ প্রকাশ হয় ২০০৯ সালে। ২০১১-তে শেখ সাদী খানের সংগীতায়োজনে পাঁচটি রাগের ওপর গান নিয়ে বাঁধনের ‘রাগ-অনুরাগ’ অ্যালবাম প্রকাশ হয়। ২০১৭ সালে প্রকাশ হয় ‘আবার দুজনে’ অ্যালবাম। এই অ্যালবামে মোট ১০টি গান ছিল। যার মধ‍্যে বাঁধনের মৌলিক গান ৭টি। বাকি ৩টি মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন বাঁধন। বাঁধন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…