X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শাকিব-শুভর হঠাৎ দেখা: গন্তব্য এক, উদ্দেশ্য ভিন্ন

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৩, ১২:৪৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৩:৫৫

পেছনে কোনও বিশেষ কারণ না থাকলেও ছবিটি ঢালিউডবাসীর জন্য বিশেষ হতো। কারণ এই ফ্রেমে একসঙ্গে ধরা দিলেন দুই জনপ্রিয় নায়ক শাকিব খান ও আরিফিন শুভ। যাদের শেষ কবে একত্রে দেখা গেছে বলা মুশকিল। তার ওপর এই ছবির অন্তরালেও রয়েছে চমকপ্রদ প্রেক্ষাপট। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে শাকিব-শুভর হঠাৎ দেখা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুজনেই যাচ্ছেন ভারতের মুম্বাই। কিন্তু উদ্দেশ্য ভিন্ন। শাকিবের যাত্রা নতুন সিনেমা ‘দরদ’র আনুষ্ঠানিক ঘোষণা এবং শুটিংয়ে অংশ নেওয়া আর শুভ যাচ্ছেন তার নতুন ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’র প্রচারণার জন্য।

সময়ের কাকতালে যখন মুখোমুখি, তখন ভ্রাতৃত্বের বন্ধন যেন ঝালাই করে নিলেন তারা। হয়েছেন ক্যামেরাবন্দি। দু’খানা ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে একটিতে তারা পাশাপাশি দাঁড়িয়ে আছেন। অন্যটি সেলফি, যেটা তুলেছেন শুভ। তার কাঁধে শাকিবের হাত; দুজনের মুখেই উচ্ছ্বাসে ভরা হাসি। যে ছবি দেখে দুই তারকার ভক্তরাই বেজায় খুশি।

শাকিব-শুভ সপ্তাহ খানেক আগেই ভারতে যাওয়ার কথা ছিল শাকিব খানের। কারণ, তার নতুন ছবি ‘দরদ’র শুটিং হবে সেখানে। কিন্তু ভিসা জটিলতায় যাত্রা বিলম্ব হয়। রবিবার (২২ অক্টোবর) রাতে ভিসা হাতে পান তিনি। তাই আর দেরি করলেন না, উড়াল দিলেন বলিউড নগরীর উদ্দেশে।

সেখানে শাকিবের অপেক্ষায় রয়েছেন ‘দরদ’র পরিচালক অনন্য মামুন, বলিউড নায়িকা সোনাল চৌহানসহ ছবির অন্যরা। নির্মাতা জানিয়েছেন, শাকিব যাওয়ার পর সোনালের সঙ্গে স্ক্রিপ্ট রিডিং সেশন, ফটোশুট ও প্রেস কনফারেন্স হবে। এরপর আগামী ২৭ অক্টোবর থেকে বিখ্যাত শহর বারাণসিতে হবে সিনেমাটির শুটিং।

বিশাল আয়োজনে হচ্ছে ‘দরদ’র কাজ। ঢাকার পাশাপাশি বলিউড ও টলিউডের শিল্পীরা থাকছেন এতে। বাংলার সঙ্গে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায়ও মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা মামুন। বলা হচ্ছে, এটিই বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। ফলে শাকিব নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “গল্পটা চমৎকার। এমন গল্পে এর আগে কাজ করা হয়নি। এটুকু বলতে পারি, ‘দরদ’ দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রের দারুণ কিছুর সূচনা হতে যাচ্ছে।”

অন্যদিকে আরিফিন শুভ অভিনীত ‘মুজিব’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ১৩ অক্টোবর। এখন অবধি দেশজুড়ে প্রায় সব হলে চলছে এটি। আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি। তাই সেখানে গিয়ে ছবির প্রচারণায় অংশ নেবেন নায়ক।

বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’ নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায়। পরিচালনা করেছেন বলিউডের শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভ, তার স্ত্রী শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে শতাধিক শিল্পী অভিনয় করেছেন।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা