X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কুকুর যখন কো-আর্টিস্ট

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৬:৫৩আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৯

প্রথমবার কো-আর্টিস্ট বা সহশিল্পী হিসেবে কুকুরের সঙ্গে অভিনয় করলেন ইয়াশ রোহান। রোশান ও একটি কুকুর নিয়ে ১৮ মিনিটের এই গল্পটি নির্মাণ করেছেন আবিদ মল্লিক।

চরকি অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’-এর শেষ গল্প হিসেবে এটি উন্মুক্ত হচ্ছে ১৬ নভেম্বর রাত ৮টায়। এটি নিশ্চিত করেন চরকি সিইও রেদওয়ান রনি।

‘প্রচলিত’র গল্পটি এমন—আর্কিটেকচারের ছাত্র রাহাত। একদিন সে ফেসবুকে একটি পোস্ট আবিষ্কার করে। সেই পোস্টটি ছিল তার মৃত কুকুর মার্কের মতো দেখতে একটি কুকুরকে দত্তক নেওয়ার। সেই সূত্রে রাহাতের সঙ্গে ফয়সালের পরিচয় হয়, যার পোষা কুকুরটির নাম রেবেল। ফয়সালের অনুরোধে রাহাত রেবেলকে নিয়ে আসে একটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হতে।

রেবেলকে নিয়ে রাহাত কী ঘটনার মধ্য দিয়ে যায় তা জানা যাবে ‘হাতবদল’-এ।

এর মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তিনি বলেন, ‘আমার জন্য কাজটা খুবই ইন্টারেস্টিং ছিল। কারণ, আমার কো-আর্টিস্ট ছিল একটা কুকুর। শুটিং ইউনিটে ওকে পেয়ে আমি খুব খুশি হয়ে যাই। কুকুর-বিড়াল আমার খুব পছন্দের। শুটিংয়ের আগের দিন সেটে গিয়ে কুকুরটার সঙ্গে সময় কাটিয়েছি। তার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব হয়ে যায়। এরপর কাজটি শেষ করি স্বাভাবিকভাবে। এটা খুবই নতুন ধরনের অভিজ্ঞতা আমার জন্য।’

ইয়াশ আরও বলেন, ‘গল্পটা খুবই প্রচলিত। যেটা ছোটবেলায় মায়ের কাছে কেচ্ছা হিসেবে শুনেছি। তাই এই কাজ করাটা অন্যরকম আবেগের ছিল। এটা দর্শক খুব ভালোভাবে রিলেট করতে পারবে। কারণ, এসব গল্প বেশ প্রচলিত। আর পশুপ্রেমীদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক।’

‘প্রচলিত’ সিরিজে আগেই প্রকাশ হয়েছে ৪টি গল্প—‘রিংটোন’, ‘বিলাই’, ‘বেওয়ারিশ’ ও ‘কলিংবেল’।

আরেকটি দৃশ্যে ইয়াশ রোহান সিরিজটির এই চার গল্পে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমি, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ অনেকে।

চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন রাজু রাজ। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন খৈয়াম সানু সন্ধি। সম্পাদনার কাজটি করেছেন সবুজ শেখ। কালার গ্রেডিংয়ে ছিলেন আশরাফুল আলম ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
তটিনীর কবিতা ও কণ্ঠের প্রেমে...
তটিনীর কবিতা ও কণ্ঠের প্রেমে...
ফের ‘লাকি পার্টনার’র সঙ্গে ফারিণ!
ফের ‘লাকি পার্টনার’র সঙ্গে ফারিণ!
এক ঠিকানায় তৌসিফ-জোভান-ইয়াশ, সবার সঙ্গে তটিনী!
এক ঠিকানায় তৌসিফ-জোভান-ইয়াশ, সবার সঙ্গে তটিনী!
প্রথমবার একসঙ্গে ইয়াশ-তটিনী-খায়রুল
প্রথমবার একসঙ্গে ইয়াশ-তটিনী-খায়রুল
বিনোদন বিভাগের সর্বশেষ
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ