X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

কর্মজীবী​ এক বিপ্লবী মায়ের গল্পে মেহজাবীনের ফেরা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৫২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:১৭

প্রেম-বিরহের চটকদার গল্পে দাঁড়িয়ে আছে নাটক ইন্ডাস্ট্রি। যতো সস্তা প্রেম আর আপত্তিকর সংলাপ, ততোই যেন ভিউ-ভাইরাল। এমন অস্থির সময়ে বিজয়ের দিনে অনন্য এক গল্প নিয়ে হাজির হলেন মেহজাবীন চৌধুরী। ‘অনন্যা’ নামের বিশেষ এই কাজের মাধ্যমে অনেক দিন পর নাটকে ফিরলেন এই অভিনেত্রী, ফিরেই যেন চমকে দিলেন।

জাহান সুলতানা ও জাকারিয়া নেওয়াজের চিত্রনাট্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় বিশেষ নাটকটি উন্মুক্ত হয়েছে শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে, সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে। মূলত এরপরই প্রশংসা জোয়ারে ভাসছেন মেহজাবীনসহ পুরো টিম। নাটকটির মন্তব্যের ঘরের দর্শক প্রতিক্রিয়াগুলো এমন- ‘মনটা ভরে গেলো। এত প্রাসঙ্গিক নাটকটি। সন্তান তো শুধু মা-এর নয়, একটা বাচ্চার দায়িত্ব পরিবারের সকলের। সকলের সাহায্যেই একটি শিশু আদর্শ মানুষ হয়ে উঠতে পারে। খুব ভালো লাগলো। অভিনয়,পরিচালনা সব।’

আরেকটি মন্তব্য এমন, ‘মেহজাবীন আসলেই অতুলনীয়! এই চমৎকার নাটকটা প্রজন্মে থেকে প্রজন্মে ইতিহাস হয়ে থাকবে! মূলকথা, ২৪ ঘণ্টা সন্তানের লালনপালনে জগতে মায়েদের কোনও বিশ্রাম নেই। বড় ভালোবাসি মা।’ আরেকটি মন্তব্য, ‘বাস্তবধর্মী একটা নাটক। এক কথায় অসাধারণ। সমাজে একজন কর্মজীবী মা’কে কতোটা কষ্ট করতে হয় এই নাটকে সেটাই তুলে ধরা হয়েছে। ধন্যবাদ মোস্তফা কামাল রাজ। মেহজাবীন চৌধুরীর অভিনয় সত্যিই অনন্য।’

অনন্যা:

নাটকটির মাধ্যমে ঘরে ও বাইরে একজন কর্মজীবী মায়ের জীবন তুলে ধরা হয়েছে। যাতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। নাটকটি প্রকাশের পর তার প্রতিক্রিয়াটি এমন, ‘এই বিজয় দিবস কর্মজীবী ​​মায়েদের জন্য সীমাবদ্ধতা নয়, বরং স্বপ্ন আর শখ পূরণের উদ্যম হোক; পরিবারের সহযোগিতা এবং সকল ধরনের পরিশ্রমী কাজ করার সুযোগ ও স্বাধীনতা নিয়ে আসুক। জন্মদান, কখনোই কোনও কর্মমুখী মায়ের জন্য ‘একটি ফুল স্টপ’ হওয়া উচিত নয়। প্রিয় পরিবার-পরিজন এবং বন্ধুগণ, আসুন কর্মমুখী নারীদের সমর্থন দিতে একতাবদ্ধ হই। তাদের স্বপ্নগুলো লালন করতে পারার পরিবেশ গড়ে তুলি এবং এই অবিশ্বাস্য, দৃঢ়চেতা নারীদের উন্নতি ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করি।’

একই প্রতিক্রিয়া জানান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজও। সেজন্যই বিজয় দিবসটি বেছে নিয়েছেন নাটকটি প্রকাশের জন্য। তিনি মনে করেন, নারী তথা কর্মজীবী মায়েদের বিজয়টাও জরুরি।

মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, ডলি জহুর, ইসরাত সালেহা, আজম খান, এবি রোকন, বেলায়েত হোসেন, তুষার মামুন প্রমুখ। নাটকটির পুরোটাজুড়ে বাজে একটি বিশেষ গান। ‘আপনজন’ নামের এই গানটি বানিয়েছেন নাভেদ পারভেজ, কণ্ঠ দিয়েছেন পল্লবী রায়। ‘অনন্যা’ নাটকের দৃশ্যে মেহজাবীন চৌধুরী ও শাশ্বত দত্ত

/এমএম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা