X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

৪৫-এ শাবনূর, চুপিসারে ফিরলেন দেশে

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:২৪

ঢালিউডের সফলতম নায়িকা শাবনূর দীর্ঘ দিন ধরেই অস্ট্রেলিয়া প্রবাসী। পুত্র-পরিবারকে নিয়ে তার ব্যস্ত জীবন। সে জীবন সিনেমার রঙিন আলো থেকে অনেকটা দূরে। তবু সোশ্যাল মিডিয়ার বরাতে রূপালি জগত ও ভক্তদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেন তিনি। এছাড়া একাধিকবার সিনেমায় ফেরার ঘোষণাও দিয়েছেন। কিন্তু নিজেকে পুরোপুরি প্রস্তুত করে ফিরতে পারেননি এখনও।

এদিকে আজ রবিবার (১৭ ডিসেম্বর) জনপ্রিয় এই নায়িকার জন্মদিন। জীবনের ৪৪তম বছর পেরিয়ে পা রেখেছেন ৪৫-এ। আর সেই পা পড়েছে ঢাকার মাটিতে। হ্যাঁ, এই মুহূর্তে দেশে অবস্থান করছেন ‘স্বপ্নের ঠিকানা’র নায়ক।

চুপিসারেই দেশে ফিরেছেন শাবনূর। একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি। শুধু দেশেই নয়, কাজে ফেরার বিষয়েও দফায় দফায় বৈঠক করছেন এ নায়িকা। ইতোমধ্যে একাধিক নির্মাতার সঙ্গে তার আলোচনা হয়েছে, গল্প নিয়ে ঘষামাজা চলছে। আর নিজেকেও চরিত্র অনুযায়ী প্রস্তুতের চেষ্টা করছেন শাবনূর।

গুঞ্জন রয়েছে, নির্মাতা চয়নিকা চৌধুরীর একটি ছবিতে কাজ করতে পারেন শাবনূর। যেখানে তার বিপরীতে দেখা যাবে মাহফুজ আহমেদকে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা আসেনি।

শাবনূর শাবনূরের জন্ম ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরে। তার আসল নাম কাজী শারমিন নাহিদ নুপুর। সিনেমায় কাজ করতে আসার পর তাকে ‘শাবনূর’ নামটি দিয়েছিলেন কিংবদন্তি চলচ্চিত্রকার এহতেশাম। তারই নির্মাণে ‘চাঁদনি রাতে’ সিনেমার মাধ্যমে ১৯৯৩ সালে সিনেমায় অভিষেক হয়েছিল শাবনূরের। অবশ্য ছবিটি ব্যবসাসফল হয়নি। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরতে বেশি দিন সময় লাগেনি।

শাবনূর অভিনীত অসংখ্য সফল ছবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘স্বপ্নের ঠিকানা’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘আমার প্রাণের স্বামী’, ‘১ টাকার বউ’, ‘প্রেমের তাজমহল’, ‘দুই নয়নের আলো’ ইত্যাদি। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রেকর্ড সংখ্যক ১৩বার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন শাবনূর।

/কেআই/
সম্পর্কিত
নীরবতা ভেঙে ক্ষোভ ঝাড়লেন শাবনূর
নীরবতা ভেঙে ক্ষোভ ঝাড়লেন শাবনূর
শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই: শাবনূর
শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই: শাবনূর
হিজাবে ঢাকা মুখ, শাবনূর
হিজাবে ঢাকা মুখ, শাবনূর
‘রঙ্গনা’ দিয়েই পর্দায় ফিরছেন শাবনূর?
‘রঙ্গনা’ দিয়েই পর্দায় ফিরছেন শাবনূর?
বিনোদন বিভাগের সর্বশেষ
আঘাত পেয়েও হাল ছাড়েননি জাহ্নবী
আঘাত পেয়েও হাল ছাড়েননি জাহ্নবী
রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে মেগা সিরিয়াল
রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে মেগা সিরিয়াল
মায়ের গয়না বন্ধক রেখে প্রথম রেকর্ডার কেনা!
মায়ের গয়না বন্ধক রেখে প্রথম রেকর্ডার কেনা!
অভিযোগের জবাব ও স্টার সিনেপ্লেক্সের ভবিষ্যৎ ভাবনা
অভিযোগের জবাব ও স্টার সিনেপ্লেক্সের ভবিষ্যৎ ভাবনা
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা