X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সন্ধ্যায় মুক্তি দেশে, ‘ডাঙ্কি’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে

বিনোদন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ১৪:২৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৪

এক বছরে তৃতীয় সিনেমার সুবাদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরেই ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ডাঙ্কি’। তবে সেন্সর প্রক্রিয়ার জন্য কিছুটা বিলম্ব করতে হচ্ছে এ দেশের দর্শককে। সন্ধ্যা ৭টা থেকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন ‘ডাঙ্কি’র বাংলাদেশি পরিবেশক অনন্য মামুন। তিনি বললেন, “এই মুহূর্তে ছবিটির সেন্সর প্রদর্শনী চলছে। ছবিটা যেহেতু সামাজিক গল্পের, সুতরাং কোনও কর্তন ছাড়াই আমরা ছাড়পত্র পাবো আশা করছি। আর সন্ধ্যা ৭টায় দেশের হলে ‘ডাঙ্কি’ মুক্তি পাবে।”

তাহলে কতগুলো প্রেক্ষাগৃহে চলবে ছবিটি? সেই তালিকাও দিলেন মামুন। তালিকা অনুযায়ী, দেশের ৪৬টি হলে দেখা যাবে আলোচিত এই ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাস, মনিহার, বিজিবি অডিটোরিয়াম, মধুমিতা, সিলভার স্ক্রিন, লিবার্টি সিনেমা, রাজ তিলক, সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, রুটস সিনেমা, নিউ গুলশান ইত্যাদি।

এই ফাঁকে বলা দরকার, বাংলাদেশে দীর্ঘ দিন ধরেই হিন্দি সিনেমা মুক্তি বন্ধ ছিল। সেই জট খুলেছেন অনন্য মামুনই। গত মে মাসে শাহরুখ খানের ব্লকবাস্টার হিট ছবি ‘পাঠান’ মুক্তির মাধ্যমে নতুন এই অধ্যায়ের সূচনা হয়। এরপর এসআরকে’র রেকর্ড গড়া সিনেমা ‘জাওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিগুলোও আসে দেশের প্রেক্ষাগৃহে।

‘ডাঙ্কি’র দৃশ্য উল্লেখ্য, ‘ডাঙ্কি’ নির্মাণ করেছেন বলিউডের নন্দিত নির্মাতা রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট মোটে ১২০ কোটি রুপি। যা শাহরুখের গত অর্ধ যুগের সবচেয়ে কম বাজেট। তাই সহজেই ছবিটি লগ্নি তুলে সুপারহিট হয়ে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।  

/কেআই/
সম্পর্কিত
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
তিন খান একসঙ্গে নাচলেন বিয়েবাড়িতে
তিন খান একসঙ্গে নাচলেন বিয়েবাড়িতে
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
বিনোদন বিভাগের সর্বশেষ
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি