X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বক্স অফিস: ‘সালার’ তাণ্ডব চলমান, গতি বেড়েছে ‘ডাঙ্কি’র

বিনোদন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৮

এক দিকে বিশাল বাজেটে নির্মিত ধুন্ধুমার অ্যাকশনের ছবি, অন্যদিকে মধ্যবিত্ত বাজেটে সামাজিক গল্প; যুগের নিরিখে এমনিতেই ব্যবধান স্পষ্ট। আর মুক্তির পর বক্স অফিসে সেটার ছাপ দেখা যাচ্ছে আরও প্রবলভাবে। ছবি দুটির নাম যথাক্রমে ‘সালার’ ও ‘ডাঙ্কি’।

কম-বেশি সকলের জানা, ‘সালার’র চেয়ে আয়ের দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে ‘ডাঙ্কি’। প্রথম দিনে (২১ ডিসেম্বর) শাহরুখ খান অভিনীত ছবিটি বিশ্বব্যাপী সংগ্রহ করেছে ৫৮ কোটি রুপি। আর ২২ ডিসেম্বর মুক্তি পেয়ে সে দিন ১৭৮ কোটি রুপি কালেকশন করে রেকর্ড গড়ে ‘সালার’। এরপর দুটো ছবির আয়ের গতি কমে যায়। তবে রবিবার (২৪ ডিসেম্বর) ভারতের ছুটির দিন থাকায় বেশ অগ্রগতি হয়েছে ছবিগুলোর।

এ দিন ভারত থেকে ‘ডাঙ্কি’র সংগ্রহ প্রায় ৩০ কোটি রুপি। যা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের চেয়েও বেশি। ফলে চার দিন শেষে ছবিটি ডমেস্টিক (ভারত) কালেকশনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এ নিয়ে শাহরুখ খান অভিনীত ১০টি সিনেমা ভারতের বাজারে শত কোটি রুপির ব্যবসা করলো।

‘ডাঙ্কি’র পাঁচ তারকা অন্যদিকে রবিবার (২৪ ডিসেম্বর) ভারতে ‘সালার’র টিকিট বিক্রি হয়েছে ৬৪ কোটি ৭ লাখ রুপির। যা এর দ্বিতীয় দিনের (৫৬ কোটি ৩৫ লাখ) চেয়ে ১৩ শতাংশ বেশি। ফলে তিন দিনে ছবিটির ডমেস্টিক কালেকশন ২১১ কোটি ১২ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারেও বিপুল সাড়া পাচ্ছে প্রভাস অভিনীত ছবিটি। তিন দিনে এর বৈশ্বিক সংগ্রহ ৪০২ কোটি রুপি। যা চলতি বছরে ভারতীয় সিনেমা হিসেবে সর্বোচ্চ প্রথম উইকেন্ড (তিন দিন) কালেকশন। এর আগে সর্বোচ্চ ছিল শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমার; সেটা তিন দিনে সংগ্রহ করেছিল ৩৮৪ কোটি ৬৯ লাখ রুপি।

উল্লেখ্য, ‘ডাঙ্কি’ নির্মাণ করেছেন রাজকুমার হিরানি। এতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। ১২০ কোটি রুপি বাজেটের ছবিটি সহজেই লগ্নি তুলে লাভের ঘরে ঢুকে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

‘সালার’র দৃশ্যে প্রভাস ‘সালার’ নির্মিত হয়েছে প্রায় তিনশ কোটি রুপিতে। এর পরিচালক ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। এতে প্রভাসের সঙ্গে আছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমার প্রমুখ।

সূত্র: বলিউড হাঙ্গামা ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/কেআই/
সম্পর্কিত
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!