X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শাকিব-শরিফুলের ঈদ বহরে যুক্ত হলেন নওশাবা!

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:১৭

সিনেমায় খুব বেশি কাজের সুযোগ পাননি নওশাবা আহমেদ। আবার যে ক’টি পেয়েছেন সেসবে পাননি নিজের যোগ্যতা মাপে অভিনয়ের সুযোগ। এসব বিচারে এবার এই অভিনেত্রীকে মিলবে বেশ বড় পরিসরে; ‘মেঘনা কন্যা’ সিনেমা মুক্তির দৌলতে। কিন্তু সেটি মুক্তি পাবে পাবে করেও পাচ্ছে না দু’বছর ধরে!

গত বছর কয়েকবার মুক্তির তারিখ চূড়ান্ত করেও পিছিয়ে যান নির্মাতা ফুয়াদ চৌধুরী। সেই ধারাবাহিকতায় নতুন বছরে এসেও একটি ঘোষণা দিলেন মুক্তির। বললেন, আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে যাচ্ছেন তারা।

এই সিনেমাটিতে দেখা যাবে, নারীপাচার নিয়ে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প। নির্মাতার মতে, ‘নারীপাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।’

কাজী নওশাবা আহমেদ ছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীত পরিচালনায় চিরকুট ব্যান্ডের সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।

আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।

দেশে মুক্তির আগেই কানাডার টরন্টো শহরের স্থানীয় একটি মাল্টিপ্লেক্সে গত ১৫ অক্টোবর ‘মেঘনা কন্যা’র প্রথম প্রদর্শনী হয়।

পোস্টারে ‘মেঘনা কন্যা’ বলা দরকার, বরাবরের মতো এবারের ঈদেও বড় বাজেটের বেশ ক’টি সিনেমা মুক্তির আভাস মিলছে। এরমধ্যে রয়েছে শাকিব খানের ‘রাজকুমার’, শরিফুল রাজের তিন ছবি ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘কাজল রেখা’! দুই নায়কের প্রভাবের বাইরে থেকে নওশাবার এই ভিন্ন গল্পের সিনেমা কতোটা দর্শক টানবে কিংবা শো পাবে, সেটাই দেখার বিষয়।

যদিও সিনেমা সংশ্লিষ্টরা এমন সন্দেহের বিপরীতে বেশ আশাবাদী। নির্মাতার ভাষ্য, ‘এটা গল্পের সিনেমা। গল্পই দর্শকদের টেনে আনবে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সংলাপহীন ছবি, চীন-লন্ডন ঘুরে এবার দেশের উৎসবে
সংলাপহীন ছবি, চীন-লন্ডন ঘুরে এবার দেশের উৎসবে
১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে নওশাবার সিনেমা
১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে নওশাবার সিনেমা
টরন্টো থেকে ‘মেঘনা কন্যা’র শুরু
টরন্টো থেকে ‘মেঘনা কন্যা’র শুরু
বিনোদন বিভাগের সর্বশেষ
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!