X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নাটকে ১৪ বছর পেরিয়ে সিনেমায় পা

বিনোদন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৪

গত কয়েক বছরে টিভি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটি গিয়েছিল, তা হলো- সিনেমায় কবে আসছেন? বরাবরই তিনি হাস্যোজ্বল মুখে বলছেন যুতসই গল্প-নির্মাতা পেলে শিগগিরই আসবেন। অবশেষে ব্যাটে-বলে মিললো। সিনেমায় এসেছেন ঢাকাই বোকাবাক্সের অঘোষিত রানি। তার প্রথম সিনেমার নাম ‘সাবা’। পরিচালনায় মাকসুদ হোসেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিশেষ দিনে ছবির প্রথম পোস্টার প্রকাশের সঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মেহজাবীন। এই দিনটি বাংলাদেশের জন্য তো ঐতিহাসিক বটে, কারণ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। তবে মেহজাবীনের জন্য আলাদাভাবে বিশেষ। কারণ ১৪ বছর আগে এই দিনেই তিনি আত্মপ্রকাশ করেছিলেন নাটকে।

মেহজাবীন বললেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্খী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’

মেহজাবীন চৌধুরী মেহু জানালেন, এক বছর আগেই সিনেমাটির কাজ সেরে ফেলেছেন। তবে পুরো বিষয়টি পরিকল্পনামাফিক রেখেছেন গোপন। ছবির প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, “২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি। ‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।”

‘সাবা’র প্রকাশিত পোস্টারে কেবল মেহজাবীনকেই দেখা গেলো। আঁচ করা যাচ্ছে, ছবিটি সাবা নামের কোনও নারীকে কেন্দ্র করে এগিয়েছে। যে ভূমিকায় আছেন মেহজাবীন। পোস্টারে সাবা রূপে ক্লান্ত, মলিন চোখে চেয়ে আছেন অভিনেত্রী।

পুরো পোস্টার এই সিনেমায় আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। ছবিটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কিছু খোলাসা করেননি সংশ্লিষ্টরা।

মেহজাবীন চৌধুরী উল্লেখ্য, মেহজাবীনের জন্ম ১৯৯১ সালে চট্টগ্রামে। তবে তিনি বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। পরে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ঢকায়। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পা রাখেন তিনি। তার প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’ নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। এটি প্রচার হয় ২০১০ সালে। পরবর্তীতে টিভি নাটকে তুমুল ব্যস্ত হয়ে পড়েন। তবে সাম্প্রতিক সময়ে মেহজাবীন কাজ কমিয়ে মনোযোগ দিচ্ছেন মানসম্পন্ন কনটেন্টে।

/কেআই/
সম্পর্কিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
তুমুল নেচেছেন মেহজাবীন!
তুমুল নেচেছেন মেহজাবীন!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান