X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

সুচিত্রার টানে জাতীয় প্রেস ক্লাবে দুই বন্ধুর ছুটে আসা

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪১

ঢাকার নায়ক ফেরদৌস আহমেদ। পাশাপাশি কাজ করেছেন কলকাতায়, টলিউডে। ফলে সেখানকার অন্যতম তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব। যদিও নিজ নিজ ব্যস্ততায় তাদের মধ্যে অনেক দিন দেখা হয়নি। তবে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক হলেন তারা। ফলে বন্ধুত্বের গল্প নতুন করে উঠে এলো প্রাসঙ্গিকভাবেই।

জানা গেছে, কিংবদন্তি সুচিত্রা সেনকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিতব্য একটি চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকায় এসেছেন ঋতুপর্ণা। একই আয়োজনে ছুটে গেলেন বন্ধু ফেরদৌসও। সেখানে বন্ধুকে পাশে বসিয়ে অভিনেত্রী বলেছেন, ‘আজ আমি আরও আপ্লুত ও আনন্দিত, আমার প্রিয় বন্ধু ফেরদৌস এখন সংসদ সদস্য। আই এম সো প্রাউড অব হিম। অনেক কাজ করেছি একসঙ্গে, করছি, করবো আগামীতে। তবে কাজের চেয়ে আমাদের বন্ধুত্বের জায়গাটা বড়। আমরা সবসময় আলোচনা করতাম, আরও ভালো কী কাজ করা যায়। ওর স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়েছে। আমার এই বন্ধুটি খুব ভালো মানুষ। আশা করি ও মানুষের জন্য অনেক ভালো কাজ করবে।’

বন্ধু ঋতুর মুখ থেকে প্রশংসা শুনে চুপ থাকেননি ফেরদৌসও। জানালেন, সংসদ সদস্য হওয়ার পর থেকে প্রতিনিয়ত নানা কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। এর মধ্যেও জরুরি কাজ ফেলে তিনি এলেন সংবাদ সম্মেলনে। অভিনেতা বললেন, ‘অনেক কষ্ট করে ঋতু এসেছে। আমাদের হয়তো মনে হচ্ছে, ও দেরি করলো কেন! কিন্তু ও এসেছে ডালাস (যুক্তরাষ্ট্র) থেকে। সকালে ফ্লাইটও বিলম্ব করেছিল। আমার নিজেরও কিছু জরুরি কাজ ছিল, সেটা বন্ধ করে এসেছি। একটি উদ্দেশ্য তো অবশ্যই ঋতুপর্ণা। বেস্ট ফ্রেন্ড আসবে, তাকে নতুনভাবে বরণ করে নেওয়ার জন্য। আসলে মানুষের কল্যাণের জন্য, সেবা করার জন্য যে মনের ইচ্ছা থাকতে হয়, এগুলোর অনেকটা শিখেছি ঋতুর কাছ থেকে। ওর সঙ্গে আমার প্রায় ২৫ বছরের জার্নি। আমি বরাবরই ভাবতাম, প্রত্যেকটা মানুষকে কীভাবে সে সহযোগিতা করে। প্রডাকশনের কেউ অসুস্থ হলে, কেউ মারা গেলে, ও ছুটে যায়। বিভিন্ন সংগঠনের হয়ে কাজ করে। তার এসব দিক আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে।’ সুচিত্রার টানে জাতীয় প্রেস ক্লাবে দুই বন্ধুর ছুটে আসা

এদিকে ঢাকা তথা বাংলাদেশে আসা প্রসঙ্গে এখানকার দর্শকের উদ্দেশেও কিছু কথা বলেছেন ঋতুপর্ণা। সেটা ছিল এরকম, ‘আমি চাই, আপনাদের মনের গভীর জায়গাটাতে আমার স্থান যেন থাকে। বাংলাদেশ আমাকে এত আপন করে রেখেছে। আমি কখনও ভাবি না এটা অন্য দেশ। এটা আমারই দেশ, বাংলাদেশ। আমি চাইবো, বারবার ফিরে এসে অনেক কাজ করে আপনাদের মনের মধ্যে থেকে যেতে। একদিন আমি থাকবো না, কিন্তু আমার কাজ আপনাদের মাঝে থেকে যাবে।’

‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’ শীর্ষক এই আয়োজনের পুরস্কার ট্রফিও সংবাদ সম্মেলনে উন্মোচন করেন ফেরদৌস-ঋতুপর্ণা। এ সময় উৎসবের আয়োজকরাও উপস্থিত ছিলেন। 

১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। সে কারণে তার জন্ম মাস এপ্রিলের ২০ ও ২১ তারিখে যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবটি। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ কর্তৃক আয়োজিত এ উৎসবে অংশ নিতে ইতোমধ্যে বেশ কিছু সিনেমার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উৎসবে মোট ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র ও ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশ নেবে। সেগুলো থেকে বাছাই করে সেরা নির্বাচন করবেন মোরশেদুল ইসলাম (বাংলাদেশ), বেদব্রত পাইন (ভারত) ও মেরি লি গ্রিসান্তি (যুক্তরাষ্ট্র)।

সুচিত্রার টানে জাতীয় প্রেস ক্লাবে দুই বন্ধুর ছুটে আসা

/এএজে/কেআই/এমএম/
সম্পর্কিত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
‘ওয়ান টাইম’ প্লাস্টিকের ব্যবহার বন্ধের দাবি ফেরদৌসের
‘ওয়ান টাইম’ প্লাস্টিকের ব্যবহার বন্ধের দাবি ফেরদৌসের
ভাষার মাসে প্রেক্ষাগৃহে ফিরলো মুক্তিযুদ্ধের দিন
এ সপ্তাহের ছবিভাষার মাসে প্রেক্ষাগৃহে ফিরলো মুক্তিযুদ্ধের দিন
ফেরদৌস-জ্যোতিকে নিয়ে ‘জুলি’
ফেরদৌস-জ্যোতিকে নিয়ে ‘জুলি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
ক্যানসারে হারিয়েছেন মাতৃত্ব, দুঃসহ স্মৃতি স্মরণ করলেন মনীষা
মা দিবসক্যানসারে হারিয়েছেন মাতৃত্ব, দুঃসহ স্মৃতি স্মরণ করলেন মনীষা
৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম
৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম
তারকাদের মা ভাবনা
মা দিবসতারকাদের মা ভাবনা
‘ঘুড়ি’র যুগপূর্তিতে তিন বন্ধুর গান
‘ঘুড়ি’র যুগপূর্তিতে তিন বন্ধুর গান