X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্যান্ডভূমিতে আজ ‘জয় বাংলা কনসার্ট’

বিনোদন রিপোর্ট
০৭ মার্চ ২০২৪, ১০:২০আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০:৫৫

আনুষ্ঠানিক স্বীকৃতি হয়ত নেই, তবু অনেকেরই জানা, বাংলাদেশে ব্যান্ড মিউজিকের যাত্রা শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। শুধু তাই নয়, দেশের বহু কালজয়ী ব্যান্ড ও সংগীত তারকা উঠে এসেছেন এই সমুদ্র-পাহাড়ে ঘেরা নগর থেকে। এই ব্যান্ডভূমিতেই এবার অনুষ্ঠিত হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট; যেটা দেশের অন্যতম বড় কনসার্ট হিসেবে শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতি শ্রদ্ধা রেখেই প্রতি বছর এই কনসার্টের আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্লাটফর্ম ‘ইয়ং বাংলা’। যদিও এর আগে বরাবরই ঢাকার আর্মি স্টেডিয়ামে হয়েছে কনসার্টটি। তবে এই প্রথম চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

এবারের কনসার্টে পারফর্ম করবে ৯টি ব্যান্ড। এগুলো হলো ‘ক্রিপটিক ফেইট’, ‘আর্টসেল’, ‘চিরকুট’, ‘লালন’, ‘নেমেসিস’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’, ‘কার্নিভাল’ ও ‘তীরন্দাজ’। বেলা ১২টায় ভেন্যুর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। এরপর দুপুর ২টায় শুরু হবে পরিবেশনা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে কনসার্টে। প্রবেশের একটি গেট কেবল নারীদের জন্য বরাদ্দ রাখা হবে। এছাড়া তারা যাতে স্বাচ্ছন্দ্যে, নিরাপদে কনসার্ট উপভোগ করতে পারে, সেজন্য আলাদা জায়গাও নির্ধারণ করা হয়েছে।

বরাবরের মতো কিছু নিয়ম-নির্দেশনাও দিয়েছে আয়োজক পক্ষ। যেমন বাইরে থেকে কোনও খাবার, পানি নিয়ে প্রবেশ করা যাবে না। এগুলো স্টেডিয়ামের ভেতরে সুলভ মূল্যে পাওয়া যাবে। কোনও ধরনের তামাক নিয়ে ঢোকা যাবে না। এছাড়া মোবাইল ছাড়া আলাদা কোনও ক্যামেরা নিয়েও ভেন্যুতে যেতে বারণ করা হয়েছে।

গত বছরের ‘জয় বাংলা কনসার্ট’র চিত্র/ ছবি: বাংলা ট্রিবিউন উল্লেখ্য, ২০১৫ সাল থেকে জয় বাংলা কনসার্ট হয়ে আসছে। তবে মাঝে ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে এটি অনুষ্ঠিত হয়নি।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড
নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া