X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০২৫, ১৮:৪৪আপডেট : ২৪ মে ২০২৫, ২২:১১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সকল বাঙলির হৃদয়ে আজও জাগ্রত। কী গান, কী কবিতা, তার সকল সৃষ্টিই যেন অমূল্য। বিশেষকরে তার গান ও কবিতা বাঙালির রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান।

১১ জৈষ্ঠ্য (২৫ মে) বিদ্রোহী কবির জন্মদিন। কবির জন্মদিনকে সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল কনসার্ট ২০২৫’ ও অ্যালবামের প্রকাশনা।   

এখানে দেশের প্রথম সারির ১০টি ব্যান্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক কালজয়ী গান পরিবেশন করবে।

কনসার্টটি অনুষ্ঠিত হবে ৩১ মে, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। গানের পাশাপাশি এখানে বিদ্রোহী কবির বেশ কিছু কবিতার আবৃত্তি করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট।

আয়োজকরা জানান, ৩১ মে বিকেল ৫টায় শুরু হবে ‘নজরুল কনসার্ট ২০২৫’, চলবে রাত পর্যন্ত। এর উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দর্শক বিনামূল্যে কনসার্টটি উপভোগ করতে পারবেন।

তাছাড়া, কনসার্টে অংশ নেওয়া ১০টি ব্যান্ড ‘সোলস’, ‘আর্ক’, ‘ওয়ারফেজ’, ‘দলছুট’, ‘শিরোনামহীন’, ‘ডিফরেন্ট টাচ’, ‘ব্ল্যাক মিজান অ্যান্ড ব্রাদার্স’, ‘রেবেল’ ও ‘এফ মাইনর’কে নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করছে নজরুল ইনস্টিটিউট।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক গীতিকবি লতিফুল ইসলাম শিবলী এ বিষয়ে বলেন, ‘স্বৈরশাসকের কবল থেকে দেশকে মুক্ত করতে কাজী নজরুলের গান হাতিয়ার হিসেবে কাজ করেছে। পাশাপাশি যে ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন দেশের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছি, সেখানেও নজরুলর গান অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। সে কারণেই জাতীয় কবির উদ্দীপনামূলক গানগুলো নিয়ে কনসার্ট আয়োজন ও অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া।’  

তিনি আরও জানান, গত কয়েক মাসে দেশের সব বড় ব্যান্ডের সঙ্গে আলোচনা করে ১০টি ব্যান্ডকে নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রেকর্ড করার দায়িত্ব দেওয়া হয়েছে। কনসার্টের দিন অর্থাৎ ৩১ মে অ্যালবামটি প্রকাশ করা হবে।

বলা প্রয়োজন, অ্যালবামটিতে থাকছে নজরুলের কালজয়ী গান ‘কারার ঐ লৌহ-কপাট’, ‘শিকলপরা ছল’, ‘পরদেশী মেঘ’ ‘জয় হোক জয় হোক’, ‘দুর্গম গিরি, কান্তার মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘জাগো অনশন-বন্দী’।

লতিফুল ইসলাম শিবলী এটাও জানিয়েছেন, খুব যত্ন এবং নজরদারির মাধ্যমে গানগুলো করা হয়েছে যাতে গানের বাণী ও সুরের যাতে কোনভাবেই বিকৃতি না ঘটে। প্রকল্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান।

উলেখ্য, অ্যালবামের গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় শ্রোতারা শুনতে পাবেন।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড
নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
৬৫ বছর বয়সে বোমান ইরানির কান অভিষেক
৬৫ বছর বয়সে বোমান ইরানির কান অভিষেক
অভিনেত্রীকে হুমকি, সরিয়ে নেওয়া হলো ‘বাঙালি বিলাস’-এর ট্রেলার  
অভিনেত্রীকে হুমকি, সরিয়ে নেওয়া হলো ‘বাঙালি বিলাস’-এর ট্রেলার  
পর্দা নামছে কানের, কার ভাগ্যে স্বর্ণপাম
পর্দা নামছে কানের, কার ভাগ্যে স্বর্ণপাম