X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঈদ মিছিলে জেফারকে নিয়ে যোগ দিলেন চঞ্চল

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ২০:৩৬আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১১:৫৬

অনেকে বলছেন, ঢাকাই সিনেমা ঈদকেন্দ্রিক হয়ে গেছে। কথাটা খুব একটা ভুল নয়। কারণ ঈদ ঘিরেই সিনেমা মুক্তির মিছিল শুরু হয়। যেমনটা এবারও হচ্ছে। এক উৎসবে মুক্তির জন্য এরই মধ্যে প্রায় এক ডজন সিনেমার ঘোষণা এসেছে! অথচ দেশে ঈদ মৌসুমে মোটে দেড় শতাধিক হল চালু থাকে!

এই মুক্তির মিছিলে এবার যোগ দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সঙ্গে নিলেন গায়িকা জেফারকে। না, গায়িকা বললে বরং ভুলই হবে। কারণ ছবিটির সুবাদে এবার তিনি পুরোদস্তুর অভিনেত্রী। যেটার নাম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

অবশ্য ঈদে এলেও প্রেক্ষাগৃহের লড়াইয়ে পাওয়া যাবে না এই ছবিকে। কারণ এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে। শনিবার (২৩ মার্চ) ছবিটির একটি লোগো পোস্টার উন্মোচন করে মুক্তির বিষয়ে আভাস দেওয়া হয়েছে। তবে পরিষ্কার করা হয়নি দিনতারিখ। সেটা জানিয়ে দিলেন অভিনেতা চঞ্চল। তিনি জানালেন, ঈদুল ফিতরেই আসছে ছবিটি।

ছবির লোগো পোস্টার ও নির্মাতা ফারুকী ‘মনোগামী’ নিয়ে নির্মাতা ফারুকী আগেই বলেছেন, ‘‘আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কী কী ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। ‘মনোগামী’তে অনেক দিন পরে মেল-ফিমেল রিলেশনশিপের কিছু দিক নিয়ে এই রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি।’’

এই ছবির লুক প্রকাশ্যে আসার পর রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসেন গায়িকা জেফার। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ভূমিকায় সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘একজন সংগীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। কিন্তু ‘মনোগামী’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একজন অভিনেতা হিসাবে পর্দায় আসবো। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সাথে চ্যালেঞ্জিং। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের এবং একই সাথে ভীষণ রোমাঞ্চকর।’’

নির্মাতার সঙ্গে ছবির মুখ্য তারকাদ্বয় গেলো বছরের আগস্টে বড় আয়োজনে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ঘোষণা দেয় চরকি। এই প্রকল্পের আওতায় ১২টি ছবি বানানো হচ্ছে। যেগুলোর সবই ভালোবাসার গল্পে। ইতোপূর্বে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের দুটি ছবি মুক্তি পেয়েছে। এবার আসছে ‘মনোগামী’।

প্রসঙ্গত, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে থাকা কয়েকটি ছবি হলো- ‘রাজকুমার’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’, ‘মোনা: জ্বীন ২’, ‘পটু’, ‘মায়া’, ‘সোনার চর’, ‘লিপস্টিক’, ‘ডেডবডি’ ইত্যাদি।

/কেআই/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
‘কিছু’ না করেই সিনেমায় জেফার!
‘কিছু’ না করেই সিনেমায় জেফার!
বিনোদন বিভাগের সর্বশেষ
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!