X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাজের কৃতজ্ঞতা রাজের প্রতি এবং রহস্যময় ট্রেলার

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ২০:৩৮আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৬:১৯

দিন যতো গড়াচ্ছে জমে উঠছে ঢালিউডের ঈদ। শেষ কবে এই ইন্ডাস্ট্রি এতোটা জমেছিলো, সেটি চট করে এখন আর মনে করতে পারবে না বেশিরভাগ চলচ্চিত্রজন। যেমনটা ঘটছে এবার। সেই জমজমাট পরিবেশ তৈরির অন্যতম নিয়ামক হয়ে ধরা দিয়েছে দুই রাজের সিনেমা ‘ওমর’।

সপ্তাহের শেষ দিন (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রথমবার ‘ওমর’ টিম বসেছে সাংবাদিকদের সঙ্গে। মুক্তির আগে সম্ভবত এটাই শেষ। শুরু অথবা শেষ যাইহোক, ঈদ উৎসবে এই আয়োজনের মাধ্যমে ‘ওমর’ আওয়াজ তুলেছে দারুণ। সরাসরি হাজির হয়ে সিনেমাটি সম্পর্কে মনখুলে কথা বলেছেন অভিনেতা শরিফুল রাজ, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজসহ অন্য শিল্পীরা। একই সঙ্গে প্রকাশ হয়েছে ৩ মিনিট দৈর্ঘ্যের ট্রেলার।

ট্রেলারের প্রায় পুরোটাজুড়ে শাসন করেছেন ‘হাওয়া’-খ্যাত সময়ের দুই শীর্ষ অভিনেতা নাসির উদ্দিন খান ও শরিফুল রাজ। এরমধ্যে অংশ রয়েছে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদের মতো অভিনেতাদেরও। বোনাস হিসেবে রয়েছে টলিউডের দর্শনা বণিকের গ্ল্যামার। 

ট্রেলারে এটুকু স্পষ্ট, ফর্মুলা সিনেমার ছক ভেঙে একটি খুন ও সেটিকে ধামাচাপা দেয়ার রহস্যময় থ্রিলার গল্প ‘ওমর’। যা দেখে অনুমান করা যায়, একঝাঁক জাঁদরেল অভিনেতার অভিনয়ের খেলা চলবে পুরো সিনেমাজুড়ে।

এদিকে সংবাদ সম্মেলনে এসে খুব ছোট্ট করে অনেক দরকারি কথা বলে গেলেন ছবির নায়ক শরিফুল রাজ। কৃতজ্ঞতা প্রকাশ করলেন নির্মাতা রাজ ও ‘ওমর’ টিমের প্রতি। নায়ক বললেন, ‘এই ছবির কাজটা যখন করতে যাই তখন আমি আসলে লম্বা সময় শুটিংয়ের বাইরে ছিলাম। তখন আমি মানসিক ট্রমার মধ্যে ছিলাম। সেই ট্রমা থেকে কাটিয়ে ওঠার জার্নি হলো এই ছবি। আমি রাজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই অনুষ্ঠানে দাঁড়িয়ে। ওই সময়টাতে তিনি আমাকে যে মানসিক শক্তি যুগিয়েছেন, সেটা বলে বুঝাতে পারবো না। ছবির প্রতিজন শিল্পী আর পুরো ইউনিট আমার টেককেয়ার করেছে, সাহস যুগিয়েছেন। এই কৃতজ্ঞতা আমি আজীবন মনে রাখবো।’

‘ওমর’ ছবিটি উৎসর্গ করা হয়েছে লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক-প্রযোজক মান্নাকে।

উৎসর্গ করার কারণ হিসেবে নির্মাতা বললেন, ‘এই দুজন মানুষকে ছবিটি উৎসর্গ করার মূল কারণ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা। হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক। ওনার লেখা এবং নির্মাণ আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আর নায়ক মান্না আমার অনেক প্রিয়, এমনকি আমার সিনেমার নায়ক শরিফুল রাজেরও প্রিয়। কেন এত প্রিয়, জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে ছবিটি।’

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে মাস্টার কমিউনিকেশনস প্রযোজিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

উল্লেখ্য, এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’ ছবিগুলো। এছাড়া নাটকে তার বর্ণিল, সাফল্যময় ক্যারিয়ার তো রয়েছেই। সংবাদ সম্মেলনে টিম ‘ওমর’

/এমএম/
সম্পর্কিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!