X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সম্ভাবনা ছিল, সুযোগ পাইনি: কৃতি স্যানন

বিনোদন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৬:৩৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৩

নতুন বছরটা দারুণভাবে শুরু হয়েছে কৃতি স্যাননের। ফেব্রুয়ারিতে ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ আর এখন ভাসছেন ‘ক্রু’র সাফল্যে। পরপর দুই ছবি বক্স অফিসে সফল। ফুরফুরে মেজাজেই আছেন কৃতি। 

কিন্তু এই আনন্দময় সময়ে স্মরণ করলেন নিজের হতাশার অধ্যায়কে। জানালেন, স্টারকিডদের দাপটে নিজেকে সুযোগ বঞ্চিত মনে করতেন তিনি।

পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘একটা সময় ছিল, আমি খুব হতাশার মধ্যে ছিলাম। কারণ আমি জানতাম যে, আমার মধ্যে অনেক সম্ভাবনা ছিল; কিন্তু সে অনুযায়ী সুযোগ পাইনি। আমি গভীর (গল্প-চরিত্র) কিছু চাচ্ছিলাম। অভিনয়শিল্পী হিসেবে নিজের যোগ্যতা ফুটিয়ে তুলতে চাচ্ছিলাম। কিন্তু আপনাকে যদি ছোট পাত্র দেওয়া হয়, আপনি অল্প জলই ভরতে পারবেন। ফলে দীর্ঘ দিন ধরেই একটা বড় পাত্রের (ভালো চরিত্র) খোঁজে ছিলাম।’

কৃতি স্যানন খোলাসা করে কারও নাম উল্লেখ করেননি কৃতি। তবে তারকার সন্তানরা যে অধিক সুযোগ পায়, সে বিষয় টেনে তিনি বলেছেন, ‘আমি হতাশ হয়ে পড়ছিলাম, কারণ মনে হতো, এটা তো আমি করতে পারবো; খুব ভালোভাবে পারবো। কিন্তু সুযোগটা আমি পাচ্ছিলাম না। অথচ ওই সময়ে কিছু নতুন মুখ এলো, তাদের কেউ কেউ তারকাদের সন্তান। কিছু না করেই তারা বড় বড় সুযোগ পাচ্ছিল। আর আমি ভাবছিলাম, কীভাবে…!’

কৃতি জানান, সেই হতাশা পর্ব কাটে ‘মিমি’ ছবির মাধ্যমে। যেটা মুক্তি পায় ২০২১ সালে। এই ছবির জন্য দর্শকের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অর্জন করেছেন কৃতি।
 
প্রসঙ্গত, কৃতির নতুন ছবি ‘ক্রু’ এখনও প্রেক্ষাগৃহে চলছে। গত ২৯ মার্চ মুক্তি পাওয়া ছবিটির বৈশ্বিক বক্স অফিস কালেকশন ইতোমধ্যে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। রাজেশ এ কৃষ্ণন নির্মিত এই ছবিতে তার সঙ্গে আছেন কারিনা কাপুর ও টাবু। কৃতি স্যানন

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!