X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঈদের চতুর্থ দিন: টিভি পর্দায় যা থাকছে

বিনোদন ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ১০:৩৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১০:৩৫

বছরের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দেশজুড়ে আনন্দ-উল্লাসে উদযাপিত হয় এটি। এই আনন্দের পাল্লা ভারী করতে প্রতি বছরই নতুন নতুন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক ও অনুষ্ঠানের পসরা সাজায় টেলিভিশন চ্যানেলগুলো। ব্যতিক্রম ঘটছে না এবারও। ঈদ আয়োজনের অংশ হিসেবে ঈদের চতুর্থ দিনে (১৪ এপ্রিল) দর্শকের জন্য বোকাবাক্সের পর্দায় কী থাকছে, তা-ই জেনে নেওয়া যাক…

চ্যানেল আই

দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম; পরিচালনায় কচি খন্দকার। এতে অভিনয় করেছেন শাহেদ, ললনা নূর, সোহেল খান, চাষী আলম, মুসাফির সৈয়দ প্রমুখ। বিকাল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ব্র্যান্ড নিউ জামাই’। পরিচালনায় অনিরুদ্ধ রাসেল। অভিনয়ে জাহের আলভী, সারওয়াত আজাদ বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘ফিল মাই লাভ’। পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে তৌসিফ মাহবুব ও সাফা কবির। রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘দ্য লাস্ট ট্রেন’। মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের পরিচালনায় এতে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী ও সোহেল মণ্ডল।

‘ফিল মাই লাভ’ নাটকের পোস্টারে তৌসিফ ও সাফা এটিএন বাংলা

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘আলাল ও দুলাল’র পর্ব। পরিচালনায় সহিদ উন নবী। অভিনয়ে শামীম সরকার, চাষী আলম, শখ। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘আজকাল তুমি এখন’। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান। পরিচালনায় মারুফ হোসেন সজীব।

এনটিভি

দুপুর আড়াইটায় টেলিফিল্ম ‘ধানসিঁড়ি’। পরিচালনায় সুব্রত সঞ্জীব; অভিনয়ে সৈয়দ জামান শাওন ও সাদিয়া আয়মান। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘প্রেমের খবর’। পরিচালনায় জুবায়ের ইবনে বকর। অভিনয়ে নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। রাত সাড়ে ৯টায় নাটক ‘ঘুণপোকা’। পরিচালনায় তারেক রহমান রেজা; অভিনয়ে খায়রুল বাসার ও তানজিন তিশা।

আরটিভি

সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’। পরিচালনায় হারুন রুশো। অভিনয়ে সালহা খানম নাদিয়া, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৭টায় নাটক ‘আপনারা আমাকে শুনুন’। এস আর মজুমদার পরিচালিত এই নাটকে আছেন জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল। রাত সাড়ে ৮টায় নাটক ‘স্কুল বয়েজ’। পরিচালনায় জুবায়ের ইবনে বকর। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, তানজিম হাসান অনিক ও নীলাঞ্জনা নীলা।

‘স্কুল বয়েজ’ নাটকের তিন অভিনেতা বাংলাভিশন

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘ফুল মেন্টাল জামাই’। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে আছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, প্রাণ রায় প্রমুখ। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মিস শিউলির প্রেমিকেরা’। পরিচালনায় সাগর জাহান; অভিনয়ে তানিয়া বৃষ্টি, সাইদুর রহমান পাভেল, ইশতিয়াক আহমেদ রুমেল, মুসাফির সৈয়দ বাচ্চু প্রমুখ। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘মিথ্যুক মিহির আলী’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ‘স্বামী বশীকরণ মন্ত্র’। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম।

বৈশাখী টিভি

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘সাহেব বিবি গোলাম’। পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম, শিবলি নোমান প্রমুখ। প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘তোমার জন্য মরতে পারি’। অভিনয়ে খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী। রাত ৯টা ৫০ মিনিটে নাটক ‘ফান্দে পড়িয়া জামাই কান্দে’। অভিনয়ে রাশেদ সীমান্ত, মাইমুনা মম।

নাগরিক টিভি

সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘প্রেমিকা এখন হোস্টেলে’। অভিনয়ে তামিম খন্দকার, কচি খন্দকার। রাত ৯টায় ওয়েব সিরিজ ‘মাফিয়া’। অভিনয়ে মাহিয়া মাহি, শ্যামল মাওলা। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘হাব ভাব’। অভিনয়ে সুপ্ত ও মানুষী প্রকৃতি।

দীপ্ত টিভি

বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ‘পরি’। পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে আছেন ফারহান আহমেদ জোভান ও পূজা চেরী। সন্ধ্যা ৭টায় নাটক ‘বাকবাকুম’। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাফা কবির। রাত ৮টায় নাটক ‘চুরি করেছ মনটা’। অভিনয়ে তানজিন তিশা, ইরফান সাজ্জাদ। রাত ৯টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘বালকদলের কাণ্ড’। অভিনয়ে জোভান, নাবিলা ইসলাম। রাত ১০টা ৫ মিনিটে নাটক ‘মায়াফুল’। অভিনয়ে তানজিন তিশা, সুদীপ বিশ্বাস।

/কেআই/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!