X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

এক দিনে দুই ঝলক: স্থির বাঁধন, চলমান অপূর্ব

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১৭:৪৮আপডেট : ২৪ মে ২০২৪, ০২:২৭

ঢাকাই শোবিজে জিয়াউল ফারুক অপূর্ব ও আজমেরী হক বাঁধন দুজনই তারকা। নিজ নিজ কাজে পেয়েছেন পরিচিতি, সাফল্য। বৃহস্পতিবার (২৩ মে) কাকতালীয়ভাবে তাদের দুজনেরই নতুন প্রজেক্টের ঝলক সামনে এসেছে। এর মধ্যে স্থির রূপে পাওয়া গেলো বাঁধনকে, আর অপূর্ব হাজির চলমান তথা ভিডিও ঝলক নিয়ে।

আগেই জানা গেছে, আলোচিত সিরিজ ‘বুকের মধ্যে আগুন’র স্পিন-অফ সিরিজ নির্মাণ করছেন শিহাব শাহীন। নতুন সিরিজটি কেবল পুলিশ কর্মকর্তা গোলাম মামুনকে ঘিরে। সেই ‘গোলাম মানুন’র টিজার এলো প্রকাশ্যে। যেখানে নাম ভূমিকায় ব্যতিক্রম রূপ-অভিনয়ে চমকে দিয়েছেন অপূর্ব।

এক মিনিট ৯ সেকেন্ডের টিজারে দেখা যায়, একটি বড় মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে গোলাম মামুন। যেটা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এর জন্য নিজেকে প্রস্তুত করতে দেখা যায় তাকে। টিজারের সঙ্গে জানানো হয়েছে, ‘গোলাম মামুন’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। সিরিজটিতে আরও থাকছেন ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর, তমা মির্জা, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ প্রমুখ।

অন্যদিকে বাঁধন সামনে এলেন তার নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’র অফিসিয়াল পোস্টার নিয়ে। যেটা নির্মাণ করেছেন সানী সানোয়ার। পোস্টারে দেখা যায়, আগ্রাসী চাহনিতে চেয়ে আছেন বাঁধন, তার হাতে পিস্তল। ছবিতে চৌকস পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। তার পেছনেই কিছুটা আতঙ্কের চাহনিতে তাকিয়ে রয়েছেন পূজা ক্রুজ। পোস্টারের সঙ্গে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাঁধন ও ছবির সংশ্লিষ্টরা। সেটা হলো ‘খুনসহ ধর্ষণের শাস্তি কী হওয়া উচিত?’

উত্তর হয়ত পুরো ছবিতে পাওয়া যাবে। যেখানে বাঁধন-পূজার সঙ্গে আরও থাকছেন মিশা সওদাগর, ফারুক আহমেদ, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, মাজনুন মিজান প্রমুখ। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। তবে সম্প্রতি জানা গেছে, এটি ঈদে আসছে না।

/কেআই/
সম্পর্কিত
অ্যালেন স্বপনের পর গোলাম মামুন, মুক্তি ১৩ জুন
অ্যালেন স্বপনের পর গোলাম মামুন, মুক্তি ১৩ জুন
ছিলেন অসুস্থ, হন আহত, তবু শুটিংয়ে অপূর্ব!
ছিলেন অসুস্থ, হন আহত, তবু শুটিংয়ে অপূর্ব!
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
বিনোদন বিভাগের সর্বশেষ
ঈদের ১০ ধারাবাহিক নাটক
ঈদের ১০ ধারাবাহিক নাটক
ঈদের দিনে টিভিতে সাত সিনেমা
ঈদের দিনে টিভিতে সাত সিনেমা
প্রথম দিনে টিভিতে ৩৩টি নাটক ও টেলিছবি
প্রথম দিনে টিভিতে ৩৩টি নাটক ও টেলিছবি
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
প্রায় দুইশ’ হলের দেশে, মাত্র দুটিতে চলবে ‘ময়ূরাক্ষী’!
প্রায় দুইশ’ হলের দেশে, মাত্র দুটিতে চলবে ‘ময়ূরাক্ষী’!