X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

লাইফ সাপোর্টে অভিনেত্রী সীমানা

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০২৪, ১৭:৩৭আপডেট : ৩০ মে ২০২৪, ২০:২৬

টানা দশ দিন ধরে অচেতন, হাসপাতালে অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত ২০ মে। এরপর করানো হয় সার্জারি। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনও উন্নতি হয়নি তার। বরং ক্রমশ অভিনেত্রীর অবস্থার অবনতি হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ মে) সীমানার ভাই এজাজ বিন আলী গণমাধ্যমকে জানিয়েছেন, শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। বোনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

অসুস্থ হওয়ার পর থেকে সীমানা চিকিৎসাধীন ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। তবে অবস্থার অবনতি হতে থাকায় বুধবার (২৯ মে) অভিনেত্রীকে স্থানান্তর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার সার্বিক অবস্থা জানিয়ে ভাই এজাজ বলেছেন, ‘এখন নিশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়। আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।’

এদিকে সীমানার নিয়মিত খোঁজ-খবর রাখছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনিও নিরাশার সুরে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ সমস্যার পর সীমানার কিডনি জটিলতাও দেখা দিয়েছে।

উল্লেখ্য, শোবিজে সীমানার পথচলা শুরু হয় ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন। দেখা গেছে সিনেমায়ও। তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে গত বছর কাজে ফিরেছিলেন তিনি।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অন্তঃসত্ত্বা কিয়ারার প্রথম মেট গালা দর্শন
অন্তঃসত্ত্বা কিয়ারার প্রথম মেট গালা দর্শন
শাওকীর সিরিজে শ্বাশত, আসছে ‘গুলমোহর’
শাওকীর সিরিজে শ্বাশত, আসছে ‘গুলমোহর’
‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান
‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান
মেট গালায় শাহরুখকে দিতে হল নিজের পরিচয়!
মেট গালায় শাহরুখকে দিতে হল নিজের পরিচয়!
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা