X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘ভুলে আমাকে অস্ত্র মামলায় জড়ানো হয়েছে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ মার্চ ২০১৬, ২০:১০আপডেট : ১০ মার্চ ২০১৬, ২০:১২

সালমান খান, সঙ্গে পুলিশ।অস্ত্র মামলায় জয়পুরের আদালতে জবানবন্দি দিয়েছেন সালমান খান। এ সময় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বৃহস্পতিবার সকালে আদালতে উপস্থিত হয়ে সালমান বলেন, ‘ভুল করে আমাকে অস্ত্র মামলায় জড়ানো হয়েছে।’
আগামী ৪ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
১৮ বছর আগে ১৯৯৮ সালে বিরল প্রজাতির হরিণ শিকারের অভিযোগে মামলা হয় সালমানের বিরুদ্ধে। সে সময় তার রাইফেল ও রিভলবার জব্দ করা হয়। পরে জানা যায়, আগ্নেয়াস্ত্রগুলোর লাইসেন্সের মেয়াদ পার হয়ে গিয়েছিল। এজন্য অবৈধ অস্ত্র বহনের অভিযোগে মামলা হয় সালমানের বিরুদ্ধে।
এছাড়া সংরক্ষিত কৃষ্ণসার হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগে করা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় সালমানের। যোধপুর কারাগারে তিনি অল্প সময়ের জন্য দুবার জেল খাটেন। বর্তমানে এই মামলায় জামিনে মুক্ত আছেন সালমান।
সূত্র: জি নিউজ।
/এমপি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!