X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কলকাতা কাণ্ডে আলিয়ার কড়া বার্তা

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১৫:০৮আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৬:০০

কলকাতায় ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার প্রতিবাদে পুরো পশ্চিমবঙ্গ টালমাটাল। সাধারণ মানুষের হয়ে মুম্বাই থেকে গলা ফাটালেন আলিয়া ভাটও। তিনি যেন ভাবতেও পারছেন না এমন একটা ঘটনা আজও ঘটতে পারে। অভিনেত্রী হতবাক এই ঘটনায়, তিনি মনে করেন নির্ভয়া কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এক ক্ষমাহীন অপরাধের সাক্ষী থাকলো গোটা দেশ।

আলিয়া বলছেন, ‘আবার একটা নৃশংস ধর্ষণ! আবার প্রমাণিত হলো, মেয়েরা কোথাও আজও সুরক্ষিত না। আবার আমাদের মনে করিয়ে দেওয়া হলো, নির্ভয়া কাণ্ডের প্রায় এক যুগ পরেও, কিচ্ছু পাল্টায়নি। আমাদের মেয়েদের কী ভাবা উচিত বলুন? কাজের জায়গায় আমরা যেতে পারব না সুরক্ষিতভাবে? মাথায় ঘুরবে কী আমাদের বলুন তো? ভয়ঙ্কর এই ঘটনা আবারও প্রমাণ করল, মেয়েদের নিজেদের সুরক্ষার দায়ভার তাদের নিজেদের।’

আলিয়া ভাট এখানেই শেষ না। ক্ষমতাবানদের উদ্দেশ্যে বেশ কিছু আর্জি রাখলেন আলিয়া। এই বাচ্চা মেয়েটিকে তো সমাজ বাঁচাতে পারল না, কিন্তু আর যেন এমন কিছু না হয়। অভিনেত্রীর কথায়, ‘নারী নিরাপত্তায় ফোকাস রাখুন। মেয়েদের চারপাশের পরিবেশ এবং সুরক্ষা বলয় বাড়িয়ে তুলুন। মাথায় রাখুন, নৈতিকভাবে যেটা অপরাধ, সেরকম কিছু সমাজে ঘটছে, সেটা বর্তমান ফাংশনকে প্রভাবিত করছে। মেয়েদের প্রতি এই অন্যায় নিশ্চিত করছে, মূল ভিত্তিতেই গণ্ডগোল রয়েছে। আমাদের তলিয়ে দেখা উচিত, কিচ্ছু বদলাচ্ছে না নাহলে।’

মেয়েদের রাস্তা বদলাতে বলবেন না, অভিনেত্রীর দাবি এমনই। তার সঙ্গে তিনি এও জানিয়েছেন, মেয়েরা সবসময় দারুণ কিছু দাবি রাখে, তাদের দাবানোর চেষ্টা করবেন না। আলিয়া ভাট

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এসএস/এমএম/
সম্পর্কিত
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা