নিলয়ের কণ্ঠে ‘অ্যাপিরাস’ ভ্রাতৃদ্বয়ের ‘যাইও না’ গানটি প্রকাশ হয়েছিল সেপ্টেম্বরের ১২ তারিখ। ঠিক এক মাসের মাথায় ১১ অক্টোবর এই ত্রয়ী প্রকাশ করেছে নতুন আরও একটি গান। নাম ‘আসি বলে’।
গানটির চমৎকার কোরাস এবং আকর্ষণীয় বিটের সঙ্গে প্রাণবন্ত মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে পূজা-উৎসব রাঙ্গাতে। গানচিত্রটি প্রকাশের পর যার প্রতিধ্বনি মিলছে ইউটিউব ও ফেসবুক সুবাদে।
গানটি প্রকাশের পর নিলয় তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘গানটির প্রতিটি বিটে আমাদের আবেগ ঢেলে দিয়েছি। আমি মনে করি এই ট্র্যাকটি সৃজনশীল একটা কাজ হয়েছে। গানটি সবাইকে শোনা ও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুধু এটুকু বলি, অবিশ্বাস্য জুটি অ্যাপিরাস ভাতৃদ্বয়ের সঙ্গে কাজ করা আমার জন্য সবসময় সেরা অভিজ্ঞতা।’
অ্যাপিরাসের অপর সদস্য শেখ শফি মাহমুদ বলেন, ‘নিলয় ভাইয়ের সাথে এটি আমাদের সিরিজের দ্বিতীয় গান এবং পুরো প্রক্রিয়াটি ছিল চমৎকার। আমরা বাংলা মিউজিকের দৃশ্যপটে নতুন কিছু দেয়ার চেষ্টা করেছি, যেখানে আধুনিক বিটের সঙ্গে বাংলা লিরিক্স ও ফোকের মিশ্রণ করা হয়েছে। গানটি এবং মিউজিক ভিডিওর শুটিং ছিল এক মজার অভিজ্ঞতা। আমাদের প্রতিভাবান পরিচালক আব্দুল্লাহ হৃদয় ও তার দলের সদস্যদের অক্লান্ত শ্রমে ভিডিওটি হয়েছে। এই প্রজেক্টে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে অ্যাপিরাস ধন্যবাদ জানাতে চায়।’
‘আসি বলে’ গানের অডিও ও ভিডিওটি এখন বিশ্বের প্রায় প্রধান সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে উন্মুক্ত। গানটির ভিডিওতে অ্যাপিরাস-নিলয় ত্রয়ী ছাড়াও মডেল হিসেবে দেখা যাচ্ছে ক্রিস্টিনা তিশা, আয়েশা তাবাসসুম এবং আর্নিকাকে।