X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘আয়রন ম্যান-ফোর’ নিয়ে সংশয়

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ১২:০৯আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৭:১৪

রবার্ট ডাউনি জুনিয়রটানা তিনটি সফল ছবির পর ‘আয়রন ম্যান-ফোর’ আদৌ নির্মাণ হবে কি না- এ নিয়ে সংশয়ে আছেন রবার্ট ডাউনি জুনিয়র। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘আয়রন ম্যান’ সিরিজের মূল চরিত্রে অভিনয় করা রবার্ট ডাউনি যা জানিয়েছেন তাতে মনে হচ্ছে আয়রন ম্যান’কে নতুন করে আর দেখা যাবে না।
এই সিরিজের চতুর্থ সিনেমার বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি মনে করি আপাতত এটার কোনও সম্ভাবনা নেই।’
ধনকুবের/সুপারহিরো চরিত্রে অভিনয় করা এ অভিনেতা আরও জানান, এটা আমরা সবাই জানি। যখন ‘অ্যাভেঞ্জারস’ ঝড় শুরু হলো তখন বাকি সব কিছু একপাশে সরে গেছে।
২০০৮ সালে প্রথম ‘আয়রন ম্যান’ মুক্তি পায়। এরপর থেকে ছবিটি প্রায় আড়াই বিলিয়ন ডলার আয় করেছে। আয়রন ম্যান পোশাক পরে ‘দ্য অ্যাভেঞ্জারস’ এ অভিনয় করেছেন রবার্ট। এমনকি ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবিতেও তাকে আয়রন ম্যানের পোশাক পরা অবস্থায় দেখা যাবে। এসব ছবির জনপ্রিয়তার কারণে এখন হয়ত আর তাকে টনি স্টার্ক চরিত্রে আর দেখা যাবে না।
আগামী ৬ মে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ মুক্তি পাবে। এতে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে অভিনয় করছেন ক্রিস ইভানস। ছবিতে ক্যাপ্টেন আমেরিকা ও সুপারহিরোরা লড়বেন আয়রন ম্যান ও তার টিমের বিরুদ্ধে।
সূত্র: আইএমডিবি, হিটফিক্স।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!