X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

তিশাকে নিয়ে সিনেমা, নায়ক-নির্মাতা প্রীতম!

বিনোদন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:১২

সংগীতে প্রীতম হাসান আর টিভি নাটকে তানজিন তিশা। দুটো নামই দুই অধ্যায়ে ‘হট কেক’! সেই দুজনকেই কিনা এক করে বানানো হচ্ছে আস্ত একটা সিনেমা। খবরটি গরম বটে। মুক্তির আগেই দর্শকরা সিটবেল্ট বেঁধে তৈরি থাকার মতো। 

তাছাড়া, বহুদিন ধরেই সিনেমার গুঞ্জন ছড়িয়ে চলেছেন তিশা। কিন্তু সত্যতা মিলছিল না। অবশেষে সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে, যা বিশেষ ঘটনাও বটে!

প্রীতম-তিশাকে নিয়ে নির্মিতব্য প্রথম সিনেমাটির নাম ‘ঘুমপরী’।

ভালোবাসা আর মমতায় মাখানো রূপকথার ঘুমপরীর গল্প। তার যেমন সৌন্দর্য, তেমন সুরেলা কণ্ঠ। যার মোহাবিষ্টে ঘুমিয়ে পড়েন সবাই। প্রয়োজনে পরীর রাজ্য থেকে মর্ত্যলোকে নেমে আসেন ঘুমপরী। তাই রূপকথার ঘুমপরীর উপমা দিতে দেখা যায় পৃথিবীতে। যে পাশে থাকলে থাকে প্রশান্তি, থাকে ভালোবাসা। রূপকথার সেই গল্পের মতো না হলেও ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি।

পারসা মাহজাবীন, প্রীতম হাসান ও তানজিন তিশা চমকের এখানেই শেষ নয়। জুলাই-আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারসা মাহজাবীনও আছেন এই সিনেমায়। 

১০ ডিসেম্বর বিকালে সিনেমাটি করার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন শিল্পী-নির্মাতারা।

চুক্তিতে সই করে তানজিন তিশা বলেন, ‘গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’

সিনেমাটির অভিনেতা ও পরিচালক–দুজনের নামই প্রীতম! যদিও দুজনই আলাদা ব্যক্তি! অভিনেতা প্রীতম সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘খুব সুন্দর গল্পের কাজ এটি। এরই মধ্যে নির্মাতা দর্শকদের সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি আমাদের কাজটিও ভালো লাগবে।’

নির্মাতা প্রীতম জানান, ‘ঘুমপরী’ গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। শিগগিরই শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

বলা দরকার, নির্মাতার পুরো নাম জাহিদ প্রীতম। এর আগে নাটক ও সিরিজ বানিয়ে ভালোই প্রশংসা কুড়িয়েছেন তিনি। জাহিদ প্রীতম

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
বসন্তে এলো তাদের ‘বসন্তবৌরি’
বসন্তে এলো তাদের ‘বসন্তবৌরি’
প্রীতমে মুগ্ধ তিশা
প্রীতমে মুগ্ধ তিশা
কৌতূহল বাড়ালো ‘ঘুমপরী’র ফোরটেস্ট
কৌতূহল বাড়ালো ‘ঘুমপরী’র ফোরটেস্ট
বিনোদন বিভাগের সর্বশেষ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন