X
বুধবার, ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১

কৌতূহল বাড়ালো ‘ঘুমপরী’র ফোরটেস্ট

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৩

ভালোবাসায় মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় চরকিতে আসছে এটি। তার আগে কিছু ধারণা দিয়েছে ‘ঘুমপরী’র ফোরটেস্ট (চরিত্রগুলোর আগাম ধারণা)। সেখানে উঠে এসেছে চরিত্রদের বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি।

জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে তানজিন তিশা ও প্রীতম হাসান ফোরটেস্টে তাদের দেখে ধারণা করা যায়, চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের পোশাকে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, ‘অপেক্ষায় আছি’।

ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চকিতে আসছে ‘ঘুমপরী’। তাই ধারণা করে বলাই যায়, ওয়েব ফিল্মটি দর্শক হৃদয়কে ভালোবাসার গভীর অনুভূতির দিকে নিয়ে যাবে। অভিনয়শিল্পীরা সেই ইঙ্গিতটাই দিয়েছেন। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে পারশা মাহজাবীন তারা জানিয়েছেন, গল্পটি যে আসলেই গভীর ভালোবাসার তাতে কোনো সন্দেহ নেই।

‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে কাজ করা প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ’কাজটা করবো  কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমশোনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারবো কিনা, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।’

‘ঘুমপরী’র মাধ্যমে চরকির সঙ্গে প্রথমবার কাজ করলের তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী, যা পেয়েছে দর্শকপ্রিয়তা।

তানজিন তিশা বলেন, “জাহিদ প্রীতম ভাই যখন গল্প বলেছিলেন, তখনই আমার ভালো লেগে যায়। আমি অনেক রকমের কাজ করেছি, এখন আমার এমন কাজ লাগবে, যা একটু আলাদা। ‘ঘুমপরী’ তেমনই একটা গল্প। তাছাড়া চরকির সঙ্গে এমন একটা কাজ দিয়ে আমার শুরু হতে পারে বলে মনে হয়েছে। আমি তো পারফরমেন্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।” ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে তানজিন তিশা পারশা মাহজাবীন জানান, তার পছন্দের জনরার গল্প ‘ঘুমপরী’। তাই বেশি ভাবতে হয়নি। স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গেই ভালো লেগে যায়।

তিনি বলেন, ‘ভ্যালেন্টাইনে সাধারণত এমন কাজ চোখে পড়ে না। এখানে কাজ করাটা আমার জন্য কঠিনই ছিল বলতে হবে। কারণ আমার দুই ধরনের চরিত্র করতে হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’  

দর্শকদের উদ্দেশে নির্মাতা জাহিদ প্রীতম জানান, তিনি একটি শুদ্ধ ভালোবাসার গল্প বলতে চেয়েছেন। তিনি আশা করছেন সব বয়সী দর্শকই কাজটি পছন্দ করবেন।

বলা প্রয়োজন, ১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ’মন্দ হতো না’ গানের টিজার। গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শ্রোতারা মনে করছেন, ভালোবাসা দিবসকে আরও রাঙিয়ে তুলতে পারে গানটি।

এটি গেয়েছেন তরুণ সংগীতশিল্পী অন্তু দাস। মেহেদী হাসানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন কণ্ঠশিল্পী নিজেই।

 

/সিবি/
সম্পর্কিত
বসন্তে এলো তাদের ‘বসন্তবৌরি’
বসন্তে এলো তাদের ‘বসন্তবৌরি’
প্রীতমে মুগ্ধ তিশা
প্রীতমে মুগ্ধ তিশা
মিডিয়া ট্রায়াল করবেন না প্লিজ: টয়া
মিডিয়া ট্রায়াল করবেন না প্লিজ: টয়া
তিশাকে নিয়ে সিনেমা, নায়ক-নির্মাতা প্রীতম!
তিশাকে নিয়ে সিনেমা, নায়ক-নির্মাতা প্রীতম!
বিনোদন বিভাগের সর্বশেষ
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
অ্যালেন স্বপনের ‘বয়াম পাখি’ জেফার?
অ্যালেন স্বপনের ‘বয়াম পাখি’ জেফার?
খালিদ স্মরণে মুগ্ধতা ছড়ালেন টিনা রাসেল
খালিদ স্মরণে মুগ্ধতা ছড়ালেন টিনা রাসেল
আবার একসঙ্গে...
আবার একসঙ্গে...
তিন দম্পতিকে নিয়ে মিউজিক্যাল ড্রামা
তিন দম্পতিকে নিয়ে মিউজিক্যাল ড্রামা