X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নেত্রী হয়ে পর্দায় আসছেন শাবনূর

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০১৬, ০০:০৬আপডেট : ২০ মার্চ ২০১৬, ০০:০৬

শাবনূর। ছবি: সাজ্জাদ হোসেন। বেশ ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। আবার তিনি আসছেন নতুন ছবি নিয়ে।

পি এ কাজল পরিচালিত এ ছবির নাম ‘মন যারে চায়’। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজে। জানালেন, আগামী মে মাস থেকে শুরু হবে এর কাজ।
পি এ কাজল বলেন, ‘শাবনূরের সঙ্গে নতুন ছবি নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে। শিগগির আমরা শ্যুটিংয়ে যাব।’
‘মন যারে চায়’ ছবিতে শাবনূরকে একজন নারী নেত্রী হিসেবে দেখা যাবে।
ছবিতে শাবনূরের বিপরীতে কে অভিনয় করছেন, তা আপাতত এখনও চূড়ান্ত নয়। তবে এটাকে চমক হিসেবেই রাখতে চাচ্ছেন পরিচালক।
এর আগে, পি এ কাজলের ‘আমার প্রাণের স্বামী’ ছবিতে অভিনয় করেছিলেন শাবনূর।
আর শাবনূর অভিনীত সর্বশেষ ছবি বদিউল আলম খোকনের ‘পাগল মানুষ’। এটি কাজ শেষ হয়েছে গত বছর। ছবিটি এখনও মুক্তি পায়নি।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়