X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

২৯ বছরে প্রথম কানাডা সফর

বিনোদন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ২১:২৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১:৪১

একটু বিস্ময়কর বটে! প্রায় তিন দশক ধরে ধারাবাহিক গান প্রকাশ ও জনপ্রিয়তার ধারা অব্যাহত রেখেও দলটির সদস্যরা এখনও কানাডা সফরে যেতে পারেননি। অথচ এরমধ্যে ইউরোপসহ বিশ্বের বহু দেশে গিয়ে বাংলা রক গানের পতাকা উড়িয়েছে দলটি।

হুম, শিরোনামহীন। দেশের অন্যতম সফল ব্যান্ড। অবশেষে, সৃষ্টির ২৯ বছর পর দলের সদস্যরা গান শোনাতে যাচ্ছেন দূর কানাডায়।

দলনেতা জিয়াউর রহমান জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের সেপ্টেম্বরে মিক্সটেপ-এর আয়োজনে টরন্টো কনসার্টের মাধ্যমে কানাডায় পারফরম্যান্স শুরু করবে শিরোনামহীন।

কানাডার রেশ ধরে ২০২৫ সাল শিরোনামহীনের জন্য বৈচিত্র্যময় বলে জানান এই দলনেতা। কারণ, এ বছর আরও কিছু দেশে ট্যুর করার প্রস্তাব ও পরিকল্পনা রয়েছে তাদের হাতে। 

বলা দরকার, শিরোনামহীনের প্রকাশিত শেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর গান প্রকাশের ধারাবাহিকতায় এ বছর ‘প্রিয়তমা’ গানটি প্রকাশ করেছে। যা এক মাসের ব্যবধানে শুধুমাত্র ইউটিউবে ১৫ লাখের বেশি শ্রোতা/দর্শকের কাছে পৌঁছেছে। 

ব্যান্ডের অন্যতম কম্পোজার, কাজি আহমেদ শাফিন বলেন, ‘বিগত বছরে ইউরোপ ট্যুরে আমরা বেশ কিছু দেশে ভ্রমণ করেছি। তাদের সংস্কৃতি, প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। আশা করছি, এ বছর কানাডাসহ অন্য দেশের ট্যুরগুলোও আমরা উপভোগ করতে পারবো।’

ব্যান্ডের কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াক বলেন, ‘এই ট্যুরগুলো থেকে আমাদের এমন কিছু অভিজ্ঞতা ও অনুভূতি তৈরি হয়, যা ক্রিয়েটিভ চর্চার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

জানা যায়, শিরোনামহীন-এর আরও চারটি গান মিউজিক ভিডিও নির্মাণসহ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে। থাইল্যান্ড ও ভারতের একাধিক লোকেশনে এই ভিডিওগুলো সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে নির্মাণ হয়েছে। এখন পর্যন্ত অপ্রকাশিত ‘কতদূর’ গানটি প্রবাসী বাংলাদেশীদের জীবনবোধ এবং রেমিট্যান্স-এর প্রেক্ষাপটে নির্মিত। এছাড়া জনপ্রিয় ‘এই অবেলায়’ গানের সিক্যুয়েল নির্মাণ সম্পন্ন হয়ে গেলেও এখন পর্যন্ত রিলিজ করেনি শিরোনামহীন। যা দ্রুতই প্রকাশ্যে আসবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তাদের বিচারে সেরা পারফর্মার
তাদের বিচারে সেরা পারফর্মার
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
সিঁদুর অভিযান: যা বলছেন ভারত-পাকিস্তানের তারকারা
সিঁদুর অভিযান: যা বলছেন ভারত-পাকিস্তানের তারকারা